Tuesday, November 4, 2025

রাতভর অশান্তির পর মঙ্গলবার সকালেও থমথমে রিষড়া। সকাল থেকে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। মৈত্রীপথ সন্ধ্যা বাজার বড় মসজিদ এলাকায় বিশাল জমায়েত। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মহিলারা। পুলিশি ধরপাকড় বন্ধ করার দাবিতেই এই বিক্ষোভ বলে জানা গেছে। যদিও প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখার সবরকম চেষ্টা চলছে।

আরও পড়ুন:দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করলেন বিজেপির পরিচিত নেত্রী! কে জানেন?

আজ সকাল থেকেই মৈত্রী পথের কাছে বড় জমায়েত ছিল। তুমুল বিক্ষোভ করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এলাকায় হাজির হয় বিশাল পুলিশবাহিনী। রিষড়া এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় ঘন ঘন টহল দিচ্ছে তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে চন্দননগর পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশকেও ডাকা হয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেও হুগলির রিষড়ায় অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল। এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তবে সাধারণ মানুষের উদ্বেগ কাটেনি। স্থানীয়দের দাবি, রাতভর টহল দেয় পুলিশ। অভিযুক্তদের ধরপাকড় চলছে প্রায় রোজই। রাতভর উৎকণ্ঠায় ঘুম আসে না এলাকাবাসীর। ১৪৪ ধারা জারি রয়েছে রিষড়ার মৈত্রীপথ সন্ধা বাজার বড় মসজিদ এলাকায়। আজ সকাল ৬টার পর থেকে মৈত্রী পথ ও জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।

তবে, পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেন রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান। অবরোধকারীদের বুঝিয়ে তাঁদের আশ্বস্ত করেন তিনি। প্রায় ঘণ্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয়। জিটি রোড অবরোধের জেরে যানজট তৈরি হয়। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানানো হয়েছে।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version