Friday, December 19, 2025

কর্নাটকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, ১৮৯ আসনে ৫২ নতুন মুখ

Date:

Share post:

কর্নাটকের(Karnataka) বিধানসভা নির্বাচনকে(Assembly Election) মাথায় দেখে অবশ্যই সে প্রার্থী তালিকা প্রকাশ করল শাসক দল বিজেপি(BJP)। ২২৪ আসন বিশিষ্ট কর্নাটকে এদিন ১৮৯ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী তালিকায় রীতিমতো চমক দিয়েছে গেরুয়া শিবির। পুরনো নেতাদের বেশিরভাগকে ছেঁটে ফেলে তালিকায় যোগ করা হয়েছে ৫২ নতুন মুখ। এই তালিকা প্রকাশের পর ক্ষোভে ফুঁসছেন প্রবীণ প্রার্থীরা। আশঙ্কা করা হচ্ছে অনেকেই নির্দল হিসেবে নামতে পারেন লড়াইয়ে।

বিজেপির তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে বেশিরভাগটাই অনগ্রসর জাতিভুক্ত। ১৮৯ প্রার্থীর মধ্যে ৩২ জন অনগ্রসর, ৩০ জন তফসিলি প্রার্থী। সম্প্রতি কর্নাটকে সম্প্রদায়ভুক্তদের জন্য সংরক্ষণ বাড়িয়েছে বিজেপি সরকার। পিছিয়ে পড়া জাতির ভোট পেতে প্রার্থী তালিকায় তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রার্থী তালিকায় হেভিওয়েটদের মধ্যে মুখ্যমন্ত্রী বোম্মাই এবারও নিজের পুরনো কেন্দ্র শিগগাঁও থেকে লড়বেন। অন্যান্যদের মধ্যে রমেশ জারকিহলি এবং এম কার্জল লড়বেন গোকাক এবং মুধল থেকে। কংগ্রেসের সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে সাংসদ সোমলতাকে। তবে এবারের নির্বাচনে প্রার্থী হননি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর কেন্দ্র শিমোগো জেলার শিকারিপুরায় প্রার্থী করা হয়েছে ছেলে বিজয়েন্দ্রকে।

প্রসঙ্গত, আগামী ১০ মে এক দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে হবে ফল ঘোষণা। গত ২৯ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে, আগেই প্রথম দফায় কর্নাটকের ১২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। পরে দ্বিতীয় দফায় আরও ৪১ আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করে হাত শিবির।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...