Friday, November 14, 2025

কর্নাটকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, ১৮৯ আসনে ৫২ নতুন মুখ

Date:

Share post:

কর্নাটকের(Karnataka) বিধানসভা নির্বাচনকে(Assembly Election) মাথায় দেখে অবশ্যই সে প্রার্থী তালিকা প্রকাশ করল শাসক দল বিজেপি(BJP)। ২২৪ আসন বিশিষ্ট কর্নাটকে এদিন ১৮৯ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী তালিকায় রীতিমতো চমক দিয়েছে গেরুয়া শিবির। পুরনো নেতাদের বেশিরভাগকে ছেঁটে ফেলে তালিকায় যোগ করা হয়েছে ৫২ নতুন মুখ। এই তালিকা প্রকাশের পর ক্ষোভে ফুঁসছেন প্রবীণ প্রার্থীরা। আশঙ্কা করা হচ্ছে অনেকেই নির্দল হিসেবে নামতে পারেন লড়াইয়ে।

বিজেপির তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে বেশিরভাগটাই অনগ্রসর জাতিভুক্ত। ১৮৯ প্রার্থীর মধ্যে ৩২ জন অনগ্রসর, ৩০ জন তফসিলি প্রার্থী। সম্প্রতি কর্নাটকে সম্প্রদায়ভুক্তদের জন্য সংরক্ষণ বাড়িয়েছে বিজেপি সরকার। পিছিয়ে পড়া জাতির ভোট পেতে প্রার্থী তালিকায় তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রার্থী তালিকায় হেভিওয়েটদের মধ্যে মুখ্যমন্ত্রী বোম্মাই এবারও নিজের পুরনো কেন্দ্র শিগগাঁও থেকে লড়বেন। অন্যান্যদের মধ্যে রমেশ জারকিহলি এবং এম কার্জল লড়বেন গোকাক এবং মুধল থেকে। কংগ্রেসের সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে সাংসদ সোমলতাকে। তবে এবারের নির্বাচনে প্রার্থী হননি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর কেন্দ্র শিমোগো জেলার শিকারিপুরায় প্রার্থী করা হয়েছে ছেলে বিজয়েন্দ্রকে।

প্রসঙ্গত, আগামী ১০ মে এক দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে হবে ফল ঘোষণা। গত ২৯ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে, আগেই প্রথম দফায় কর্নাটকের ১২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। পরে দ্বিতীয় দফায় আরও ৪১ আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করে হাত শিবির।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...