Monday, August 25, 2025

৫ বারের কাউন্সিলর, খড়গপুর পৌরসভার নতুন চেয়ারম্যানের সঙ্গে পরিচয় করুন

Date:

মাঝে কেটে গিয়েছে প্রায় সাড়ে ৩ মাস। অবশেষে খড়গপুর পৌরসভার (Kharagpur Municipality) চেয়ারম্যানের (Chairman) নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC)। নতুন চেয়ারম্যান মনোনীত হলেন কল্যাণী ঘোষ (Kalyani Ghosh)। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের তরফে নতুন চেয়ারম্যান হিসেবে কল্যাণীদেবীর নাম ঘোষণা করা হয়। নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা সহ নেতৃত্ব। উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান তৈমুর আলীও।

খড়গপুর পৌরসভার চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘ টালবাহানায় জটিলতা তৈরি হয়েছিল। প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে দলেরই ২৫ জন কাউন্সিলরের মধ্যে ২০ জন অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছিলেন শীর্ষ নেতৃত্বকে। এরপর চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে বলা হয় প্রদীপবাবুকে। নির্দেশে পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে দেন প্রদীপ সরকার। তারপর থেকে প্রায় সাড়ে তিনমাস অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে কাজ চালাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান তৈমুর আলী। অবশেষে চেয়ারম্যান হিসেবে ব্যক্তিকেই বেছে নেওয়া হয়েছে শাসক দলের তরফে।

কল্যাণী ঘোষ খড়্গপুরে ৭ নম্বর ওয়ার্ডের ৫বারের কাউন্সিলর। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেয়েই কল্যাণী ঘোষকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। তিনি একজন স্বচ্ছ ভাব মূর্তির মহিলা। দলের কাজও দক্ষ হাতে সামলান। পৌরসভাতেও একাধিকবার সিআইসি র দায়িত্ব পালন করেছেন। দল তাই তাকেই চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছে।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version