Tuesday, August 26, 2025

তীব্র দহন উপেক্ষা করেই ওন্দায় অভিষেকের সভায় উপচে পড়া ভিড়

Date:

চড়া রোদ। তাপমাত্রার পারদ ছুঁয়েছে প্রায় ৪২ ডিগ্রি। কিন্তু সেই সব উপেক্ষা করে বাঁকুড়ার মানুষ ভিড় জমালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) একবার দেখতে, তাঁর কথা শুনতে। ওন্দায় সভায় উপচে পড়ল ভিড়। বুধবার, ওন্দা (Onda) স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকদের পাশাপাশি দলে দলে হাজির হন বাঁকুড়ার মানুষ।

দুপুর বারোটা থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মানুষের ঢল নামে স্টেডিয়ামে। সভা শুরুর আগেই ভর্তি হয়ে যায় গোটা স্টেডিয়াম। কিন্তু তারপরও লোক আসার বিরাম ছিল না। স্টেডিয়ামের বাইরেও ছিল প্রচুর মানুষ। ভিড়ের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভার শেষে এদিন এক মহিলা অভিষেকের কাছে এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁর অভিযোগ চাকরি দেওয়ার নাম করে স্থানীয় এক তৃণমূল নেতা তাঁর থেকে প্রায় এক লক্ষ টাকা নিলেও প্রতিশ্রুতি মতো কাজ পাননি তিনি। অভিযুক্তকে দল থেকে বিতাড়নের দাবি জানান তিনি। ধৈর্য ধরে তাঁর অভিযোগ শোনেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। এদিন মহিলাদের পাশাপাশি জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র-যুবরাও ভিড় জমান সভায়। রোজা রেখেও প্রচুর সংখ্যায় সংখ্যালঘুদেরও দেখা যায় সভাস্থলে। সবমিলিয়ে বাঁকুড়ার মানুষ বুঝিয়ে দিলেন একবার ভুল করলেও এবার তৃণমূলের পাশেই আছেন তাঁরা।

আরও পড়ুন- দেশের সবচেয়ে ‘দরিদ্র’ মুখ্যমন্ত্রী মমতা! অবাক করা সম্পত্তির পরিমাণ

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version