বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলাদলের বাংলার ৩ কৃতিকে সম্বর্ধনা মুখ্যমন্ত্রীর

আলিপুরে ধন্যধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ী ভারতের মহিলা দলের রাজ্যের তিন কৃতি খেলোয়াড়কে সম্বর্ধনা দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার, তিতাস সাধু , রিচা ঘোষ ও ঋষিতা বসুর হাতে স্মারক এবং পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের বোলিং কোচ রাজীব দত্তকেও পুরস্কৃত করা হয়।

দক্ষিণ আফ্রিকায় এ বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে কার্যত ধুলিসাৎ করে দেয় ভারতের মহিলা ব্রিগেড। সিনিয়র মহিলা দল এর আগে ২বার ফাইনালে উঠলেও কাপ জয় হয়নি। অধরা স্বপ্নপূরণ করে ইয়ং ব্রিগেড। এদিন তিন বিশ্বজয়ীকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী। তিন খেলোয়াড়ের হাতে পাঁচ লক্ষ টাকা করে তুলে দেন।

আরও পড়ুন:অবশেষে লক্ষ্মীবারে লক্ষ্মীর ভাণ্ডারের সুফল বুঝলেন অধীর, খোঁচা কুণালের


 

Previous articleঅবশেষে লক্ষ্মীবারে লক্ষ্মীর ভাণ্ডারের সুফল বুঝলেন অধীর, খোঁচা কুণালের
Next articleফের ছাঁটাইয়ের ইঙ্গিত? কী বলছেন গুগল কর্তা!