অভূতপূর্ব! ‘ধনধান্য’-র শ্রমিক-আর্কিটেক্টদের সংবর্ধনা দেবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

সবসময়ই সাধারণ মানুষকে কাছে টেনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা তাঁর। অবার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন তিনি। আলিপুরে (Alipur) বিশাল শঙ্খের আকারে ধনধান্য প্রেক্ষাগৃহ তৈরি করেছে রাজ্য সরকার। ৪৪০ কোটি টাকা ব্যয়ে ৬ বছর ধরে তিলে তিলে নির্মিত হয়েছে স্থাপত্যের এই অনন্য নিদর্শন। মুখ্যমন্ত্রীর পরিকল্পিত এই প্রকল্পকে বাস্তবের মাটিতে রূপায়ণের সঙ্গে জড়িয়ে আছে অজস্র মানুষের ঘাম। এবার তাঁদের সম্মান জানানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী মঞ্চ থেকেই মুখ্যসচিবকে মমতা নির্দেশ দেন, ধনধান্যের আর্কিটেক্ট-শ্রমিকদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করতে। যা এককথায় নজির বিহীন। সমাজের উপর থেকে নিচের তলার প্রত্যেক মানুষের প্রতি তাঁর যে সমান নজর সেকথা প্রমাণ করে দিলেন নেত্রী।

এদিন পূর্ত দফতর ও হিডকোকে এই স্টেডিয়াম তৈরির জন্য ধন্যবাদ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গ্রামের গরিব মজুররা এই কাজ করে। কিন্তু কাজ শেষ হয়ে গেলে তাঁদের আর এখানে ঢুকতে দেওয়া হয় না। নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। আমি মুখ্যসচিবকে বলব, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যে সব মজুর ও শ্রমিক এই স্টেডিয়াম নির্মাণের সঙ্গে যুক্ত, তাঁদের একদিন এখানে ডেকে এনে সম্বর্ধনা দেওয়াও ব্যবস্থা করতে।”

আরও পড়ুন:ফের বিপাকে রাহুল! আরও এক মানহানি মামলা দায়ের


 

Previous articleফের বিপাকে রাহুল! আরও এক মানহানি মামলা দায়ের
Next articleঅবশেষে লক্ষ্মীবারে লক্ষ্মীর ভাণ্ডারের সুফল বুঝলেন অধীর, খোঁচা কুণালের