দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁয়ের পর সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির মুখের ভাষা রাস্তার বখাটে ছেলেদেরও লজ্জায় ফেলে দেবে। অধ্যাপক সুকান্ত মজুমদারের নিশনাতেও সেই পুলিশকর্তারা। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের গিয়ে শুধু তৃণমূল নেতাদের নয়, লাভপুর থানার আইসি ও বীরভূমের এসপিকে চরম হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। কিন্তু যে ভাষায় হুঁশিয়ারি দিলেন, তা সভ্য সমাজকে লজ্জায় ফেলবে। পঞ্চায়েতের আগে এমন হুমকি অশান্তি তৈরি করতে পারে।
আসন্ন পঞ্চায়েত ভোটে অনুব্রতহীন বীরভূমকে এবার পাখির চোখ করেছে বিজেপি। শুক্রবার রাজ্য সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ বীরভূমের মাটিতে দাঁড়িয়ে সভা করবেন। তার আগে জেলায় গিয়ে বাজার গরম করে দিলেন সুকান্ত। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, লাভপুর থানার আইসি, বীরভূম জেলার এসপি, বীরভূম জেলার কোর কমিটির সদস্য কাজল শেখ এবং বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার।
সভামঞ্চ থেকে সুকান্ত মজুমদার সুর চড়িয়ে বলেন, “লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তাঁর মেয়েকে নেপালে পড়াচ্ছেন। এত টাকা পাচ্ছেন কোথা থেকে?” বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ ও বীরভূম জেলার কোর কমিটির সদস্য আবদুল কেরিম খানকে হুঁশিয়ারি দেন, “রামনবমীতে কীর্ণাহারে কিছুজন মানুষ এসেছিল। তাঁদেরকে পার্টি অফিসে ডেকে হুমকি দেন। কাজল শেখ তুমি কত বড় বাপের বেটা হয়েছ? তোমাদের মত নেতাদেরকে কীভাবে সাইজ করতে হয়, আমার জানা আছে। কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রাখব।