ফের সিপিএম আমলের “চিরকুটে চাকরি” তালিকা প্রকাশ তৃণমূলের! এবার কোথায়?

আগামিদিনে জেলাজুড়ে বাম আমলের এইরকম চিরকুটে চাকরির বিশাল তালিকা তৈরি করছে শাসক দল তৃণমূল। সেই তালিকা একটি পুস্তিকা আকারে প্রকাশ করে সাধারণ মানুষের কাছে বিলি করা হবে

ফের সিপিএম জমানায় চিরকুটে চাকরির পর্দা ফাঁস! বাম আমলে উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার ৭টি ওয়ার্ড থেকে ৭১জন সিপিএম হোলটাইমারদের পরিবারের লোকেদের চিরকুটে চাকরি দেওয়া হয়েছে। বঞ্চিত হয়েছিলেন যোগ্য প্রার্থীরা। আগামিদিনে জেলাজুড়ে বাম আমলের এইরকম চিরকুটে চাকরির বিশাল তালিকা তৈরি করছে শাসক দল তৃণমূল। সেই তালিকা একটি পুস্তিকা আকারে প্রকাশ করে সাধারণ মানুষের কাছে বিলি করা হবে বলেও জানিয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আরও পড়ুন:চোখরাঙাচ্ছে কো.ভিড! একলাফে দেশের দৈনিক সংক্রমণ দশ হাজারের গণ্ডি পার

জ্যোতিপ্রিয় মল্লিক বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগ তুলে বলেন, “বারাসত পুরসভার ৭টি ওয়ার্ডের ৭১জন সিপিএম নেতাকর্মীর চাকরির তালিকা প্রকাশ করা হল। জেলা জুড়ে এইরকম চাকরির তালিকা তৈরি করা হচ্ছে। সবার চিরকুটে চাকরি হয়েছে। আগামিদিনে তালিকার একটি বই প্রকাশিত হবে। এদের মধ্যে অনেকে আবার অবসরপ্রাপ্ত। যদি আমরা এটা নিয়ে আদালতে যাই তাহলে রিটায়ার্মেন্টের টাকাও ফেরত দিতে হবে।”


এই তালিকা হাতে একই অভিযোগ করেন সাংসদ সৌগত রায় এবং বিধায়ক তাপস রায়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বনমন্ত্রী বলেন, “চিরকুটে চাকরির ৭১জনের তালিকা এদিনই উপস্থিত দলীয় নেতৃত্বদের দেওয়া হয়েছে। মুখ্যসচিবকে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলব।”