Monday, November 10, 2025

সুরাট আদালতের (Surat Court) রায়ের জেরে নিজের সাংসদ পদ হারাতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Congress Leader Rahul Gandhi)। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস(Congress) শিবিরের কাছে নিঃসন্দেহে এটা ছিল এক বড় ধাক্কা। যদিও হাত সমর্থকরা এর মধ্যে বিজেপির (BJP) রাজনৈতিক অভিসন্ধির যোগসূত্র খুঁজে পেয়েছেন। আর প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। মোদি উপাধি মানহানির মামলায় সুরাট আদালতে রাহুল গান্ধীর আবেদনের শুনানি করছেন যে বিচারক , তিনি আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) প্রাক্তন আইনজীবী। বিচারক রবিন পল মোগেরার (Judge Robin Paul Mogera) এই পরিচয় নিয়ে এবার রাজনৈতিক মহলে বাড়ছে আলোচনা।

২০০৬ সালে তুলসীরাম প্রজাপতি জাল এনকাউন্টার মামলায় (Tulsiram Prajapati fake encounter case) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আইনজীবী ছিলেন রবিন পল মোগেরা (Robin Paul Mogera)। তিনি আবার রাহুল গান্ধীর মামলার বিচারক। সোনিয়া পুত্র ২০১৯ সালের মানহানির মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়া এবং দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করেছেন। বৃহস্পতিবার বিচারক মোগেরা বিশেষভাবে গান্ধীর দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশের আবেদন শুনেছেন বলেই আদালত সূত্রে খবর। আগামী ২০ এপ্রিল এই বিষয়ে রায় ঘোষণা করা হবে বলে বিচারক জানান।

প্রসঙ্গত, আর পি মোগেরা আজ থেকে পাঁচ বছর আগে ২০১৮ সালের জানুয়ারিতে বিচারক হিসেবে নিযুক্ত হন। ২০০৬ সালে তিনি আইনজীবী হিসাবে জাল এনকাউন্টার মামলায় শাহকে রক্ষা করেছিলেন যা জাতীয় দৃষ্টি আকর্ষণ করেছিল। শাহ তখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। বিচারক মোগেরা ২০১৪ পর্যন্ত অমিত শাহ এর প্রতিনিধিত্ব করেছিলেন বলে জানা যায় । তখন মুম্বইয়ের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো আদালতে জাল এনকাউন্টার মামলার শুনানি চলেছিল। সেইসময় শাহকে আদালতের শুনানিতে শারীরিকভাবে উপস্থিত হওয়া থেকে যাতে অব্যাহতি দেওয়া যায় সেই নিয়েও সওয়াল করেন মোগেরা।

 

Related articles

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...
Exit mobile version