Thursday, December 4, 2025

রাজ্যের ন্যায্য প্রাপ্য ফেরত দিন, আমি রাজনীতি ছেড়ে দেব: শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

রাজ্যে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay) নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রীতিমতো আক্রমণ করেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোজাসুজি প্রস্তাব দিলেন, “রাজ্যের ন্যায্য প্রাপ্য ১.১৫ লক্ষ কোটি টাকা ফেরত দিন, আমি রাজনীতি ছেড়ে দেব।”

শুক্রবার সন্ধ্যে নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) অভিষেক লেখেন,
“স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনি আমার কল্পিত অসুস্থতার কথা বলেছেন। কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের যে ক্ষতি করেছে তা মোকাবিলা করার চিন্তা করেননি।
যদি আমার অস্তিত্ব আপনাকে এতটাই কষ্ট দেয়, তাহলে আমার রাজ্যের ন্যায্য প্রাপ্য ১.১৫ লাখ কোটি টাকা আইনসঙ্গতভাবে পাঠিয়ে দিন এবং আমি নিজেকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে নেব।”

বাংলার দাবি নিয়ে দীর্ঘদিন থেকেই সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শহিদ মিনারের সভা থেকে তিনি দিল্লি গিয়ে বকেয়া আদায়ের কর্মসূচি ঘোষণা করেন। সেই মতো দিল্লি যান। কিন্তু যুক্তিসঙ্গত জবাব না থাকায় অভিষেক-সহ তৃণমূল প্রতিনিধি দলের মুখোমুখি হতে চাননি গিরিরাজ সিং। অভিষেক স্পষ্ট জানান, ১০০ দিনের কাজের বকেয়া না দিলে বঞ্চিতদের নিয়ে দিল্লি গিয়ে ধর্নায় বসবেন। এদিন রাজ্যে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। কিন্তু বাংলার এত বকেয়া যে কেন্দ্র আটকে রেখেছে, সে বিষয়ে কোনও কথা তাঁর মুখে শোনা যায়নি। এর পরেই অমিত শাহকে প্রবল খোঁচা দিয়ে টুইট করলেন অভিষেক।

আরও পড়ুন- ‘মায়ের কাছে মানুষের কল্যাণের কথা বলেছি’, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে অমিত শাহ

 

 

 

spot_img

Related articles

ক্ষমতার অপব্যবহার! বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌনচক্র

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ ঘিরে রীতিমত অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে...

অমানবিক! অভিযোগ অসুস্থ BLO-র স্ত্রীকে দিয়েই কাজ করাল কমিশন

নির্মমতার চূড়ান্ত নিদর্শন! শারীরিক প্রতিবন্ধকতার কথা জানিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে SIR-এর কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন কিন্তু...

স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় নতুন কড়াকড়ি, কঠোর নিয়ম আনছে পরিবহন দফতর 

রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক পুলকার দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের শীর্ষমহলে। এর পরেই স্কুলবাহি গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর...

‘চাকরি খেতে’ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম-বিজেপির! ধুয়ে দিলেন কুণাল

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাই...