Friday, January 30, 2026

বীরভূমে শাহি মঞ্চে ত্রিপুরার সাংসদ! ব্রাত্য দিলীপ-লকেটরা

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে যখন বিজেপির (BJP) সাংগঠনিক শক্তি যখন নৈব নৈব চ, ঠিক তখনই দলকে চাঙ্গা করতে বঙ্গ সফরে সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড অমিত শাহ(Amit Shah)। ঘোলা জলে মাছ ধরতে এবার অনুব্রতহীন বীরভূম থেকেই কার্যত পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন একুশের নির্বাচনের ‘ডেইলি প্যাসেঞ্জার’ অমিত শাহ। একাধিক ইস্যুতে বক্তব্য রাখলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকেও আক্রমণ করলেন, তুললেন হিন্দুত্বের জিগির, বেঁধে দিলেন চব্বিশের লোকসভার টার্গেট। শুধু তাই নয়, ভাষণের সময় একমাত্র শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন, দিলীপ-সুকান্তদের নাম মুখেই আনলেন না।

তবে এদিন বিজেপির বীরভূমের সভা নিয়ে জোরচর্চা শুরু হয়েছে অন্য একটি বিষয়কে কেন্দ্র করে। এদিন শাহি মঞ্চে শুভেন্দু-সুকান্তরা থাকলেও, ছিলেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। শুধু তাই নয়, ত্রিপুরার বিজেপি সাংসদ প্ৰতিমা ভৌমিক বীরভূমে অমিত শাহের সভায় আমন্ত্রণ পেলেও এ রাজ্য থেকে জেতা লকেট চট্টোপাধ্যায়ের মতো মহিলা কোনও সাংসদকে মঞ্চে দেখা যায়নি। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে জোরচর্চা শুরু হয়েছে।

অন্যদিকে, শুক্রবার বীরভূমের জনসভায় যোগ দিতে অন্ডাল বিমানবন্দরে নামে স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। সেখানে অমিত শাহকে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শাহের পা ছুঁয়ে প্রণাম করেন শুভেন্দু। বাকিদের অমিত শাহের কাছে ঘেঁষতেই দিলেন না শুভেন্দু। এই ঘটনা নিয়েও কানাঘুষো চলছে গেরুয়া শিবিরের অন্দরে। আগেই অভিযোগ ছিল, বঙ্গ বিজেপিকে হাইজ্যাক করেছেন শুভেন্দুর মতো ভেজাল ও দলবদলু নেতারা। যেখানে খাঁটি ও আদি বিজেপিরা কার্যত বাদের তালিকায় চলে গিয়েছেন।

 

spot_img

Related articles

জবাবদিহি নাপসন্দ! গোপনীয়তার দোহাই দিয়ে কোপ RTI আইনে

RTI আইনের মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু মোদি সরকারের জবাবদিহি নাপসন্দ। মেহুল...

টি২০ বিশ্বকাপে সেরা চার দল কারা? জেনে নিন দাদার পছন্দ

টি২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৮ দিন। বিশ্বকাপ নিয়ে নানা মুণির নানা মত। আসন্ন মেগা ইভেন্টে নিজের...

ফের অতিরিক্ত কাজের চাপে BLO-র আত্মহত্যার অভিযোগ শিলিগুড়িতে

রাজ্যে চলমান এসআইআর (SIR) প্রক্রিয়ার মধ্যেই ফের এক বিএলও-র (BLO) মৃত্যু ঘিরে চাঞ্চল্য। উত্তরবঙ্গের শিলিগুড়িতে (SILIGURI) ভোটার তালিকা...

প্রাক্তন IPS-কে SIR হেনস্থা! তৃণমূলের বিধায়ক হুমায়ুনকে শুনানিতে ডাক

রাজ্যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি আর ভোগান্তির শেষ নেই! এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে...