Tuesday, August 26, 2025

নৈতিক আচার্য মুখ্যমন্ত্রীই: রাজ্যপালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনকে তীব্র কটাক্ষ শিক্ষামন্ত্রীর

Date:

আচার্য হিসেবে প্রায়ই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। কিন্তু ২০২২ সালে বিধানসভায় (Assembly) বিল পাশ করে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay)। সুতরাং তিনিই নৈতিকভাবে আচার্য। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। যদিও রাজভবন থেকে সে বিল পাশ না হওয়ায় এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করছেন রাজ্যপাল তথা আচার্য আনন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়, তার পর বারাসত বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সেখানে গিয়ে উপাচার্য-সহ অন্যান্য অধ্যাপকদের সঙ্গে আলোচনা ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা, পরিকাঠামো ঘুরে দেখা- সবই করছেন আনন্দ বোস। এই সব পরিদর্শনে বিভিন্ন অনুদানেরও ঘোষণা করেছেন রাজ্যপাল। এ বিষয় নিয়েই প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যে অনুদান উনি ঘোষণা করেছেন, সে তো সরকারি অর্থ। উনি কী ভাবে তার ভিত্তিতে শিক্ষা দফতরের সঙ্গে কোনও কথা না বলে এমন ঘোষণা করতে পারেন?

ব্রাত্য বসুর কথায়, তাঁর কাছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নৈতিক আচার্য মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই বিধানসভায় নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী স্পষ্ট বলেন, ‘‘হয় বিলে সই করুন না হলে আবার বিধানসভায় ওই বিল পাশ করাব।’’

 

 

Related articles

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...
Exit mobile version