Friday, November 7, 2025

নির্বাচনের আগেই ফুল বদল! গেরুয়া ছেড়ে এবার হাত শিবিরে কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

Date:

কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election) প্রার্থীতালিকায় নাম নেই। সেই ক্ষোভেই আগেভাগে গেরুয়া সঙ্গ ত্যাগ করেছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি (Ex Deputy CM Laxman Savadi)। এবার ফুল বদলে কংগ্রেসে (Congress) যোগ দিলেন তিনি। শুক্রবার সকালে বেঙ্গালুরুতে (Bengaluru) রাজ্য কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সাভাদি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে কংগ্রেসের নেতাদের সঙ্গে চলে দীর্ঘক্ষণ বৈঠক।

এদিকে লক্ষ্মণ সাভাদিকে দলে স্বাগত জানিয়ে কর্নাটকের কংগ্রেস নেতৃত্বের তরফে সাফ জানানো হয়েছে, এমন মহান নেতাদের দলে জায়গা দেওয়া তাঁদের কর্তব্য। আগামী ১০ মে কর্নাটক বিধানসভা নির্বাচন। আর তার আগে বিজেপির তরফে প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় লক্ষ্মণ সাভাদি ক্ষোভপ্রকাশ করেন এবং বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন। সূত্রের খবর, লক্ষ্মণ সাভাদিকে প্রার্থী করতে পারে কংগ্রেস। তবে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বলেন, ৯ বা ১০ জনের বেশি বর্তমান বিধায়ক আমাদের দলে যোগ দিতে চান কিন্তু আমাদের দলে এই মুহূর্তে জায়গা নেই।

উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার ১৮৯ জনের একটি প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় বাদ পড়েছেন গত বিধানসভা নির্বাচনে জয়ী বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। পরিবর্তে, তালিকায় দলবদলুদের গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রথম প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা কাটতে না কাটতে বিজেপি ছাড়েন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভার আগামী ১০ মে ভোটগ্রহণ। ভোটগণনা ১৪ মে।

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version