Saturday, August 23, 2025

আজ ঘরের মাঠে নামছে কলকাতা, প্রতিপক্ষ হায়দরাবাদ, জয়ের হ‍্যাটট্রিক লক্ষ‍্য নাইটদের

Date:

আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ম‍্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পায় নীতীশ রানার দল। শুক্রবার সেই ধারা বজায় রাখতে মরিয়া নাইট ব্রিগেড।

তিন ম্যাচে দুটি হার। একটি জয়। হায়দরাবাদের কাছে কেকেআর ম্যাচ তাই খুব গুরুত্বপূর্ণ। অন্তত দৌড়ে টিকে থাকার জন্য। শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে ম‍্যাচে ফিরছে হায়দরাবাদ। বিদেশিরা যোগ দেওয়ায় শক্তিশালী হয়েছে দল। সেই সঙ্গে ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ এবং উমরান মালিকের এক্সপ্রেস গতি হায়দরাবাদের বড় ভরসা। পেসারদের দিয়ে নাইটদের কাবু করার পরিকল্পনা করবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

অপরদিকে জয়ের হ‍্যাটট্রিকের লক্ষ‍্যে নামছে কেকেআর। শেষ ম‍্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে দলকে জয় এনে দেন রিঙ্কু সিং। এই ম‍্যাচেও নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া কলকাতা। দলের সঙ্গে যোগ দিয়েছে লিটন দাস। তবে তাকে এই ম‍্যাচে খেলানো হবে কিনা সেই নিয়ে এখনও সংকেত দেননি নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

এদিকে হায়দরাবাদ শিবিরে রিঙ্কু আতঙ্ক। তবে রিঙ্কু নয়, শার্দুল ঠাকুরের ইনিংসও ভাবাচ্ছে সানরাইজার্স অধিনায়ক মার্করামকে। হায়দরাবাদ অধিনায়ক বলেন,”যে কোনওদিন এরা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। রিঙ্কু অসাধারণ। তবে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমাদের দলে ভাল ডেথ বোলার আছে। আশা করি এই ম্যাচে সব পরিকল্পনা কাজে লাগাতে পারব।” আইপিএল ক্রিকেটের ধারণাই কিছুটা বদলে দিয়েছেন উত্তরপ্রদেশের ব্যাটার। এর আগে শেষ ওভারে ৩৩ রান করেও জিতেছে কোনও দল। কিন্তু রিঙ্কুর ব্যাটে অমন পাঁচ ছক্কা দেখার পর বোলাররা কিঞ্চিৎ নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন।

সানরাইজার্সের চাপ অবশ্য তিন কেকেআর স্পিনারকে নিয়েও। নারিন-বরুণের সঙ্গে এখন যুক্ত হয়েছেন সুয়াস শর্মা। মার্করাম বলেনন, এই তিন স্পিনার যে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে পারে সেটা জানেন। সুতরাং এঁদের প্রত্যেকের জন্য আলাদা পরিকল্পনা থাকবে।

আরও পড়ুন:আজ সুপার কাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ জামশেদপুর

 

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version