বিশ্ববাসীর মঙ্গল ও শান্তি কামনায় কালীঘাট মন্দিরে পুজো-আরতি মুখ্যমন্ত্রীর

প্রতিবছরের মতো এবারও চৈত্র সংক্রান্তির সন্ধেয় কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের কয়েকজন সদস্য। পুজো দিয়ে বেরিয়ে রাজ্যবাসীকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্য তথা দেশ ও বিশ্ববাসীর মঙ্গল ও শান্তি কামনা করছেন।

যখন মুখ্যমন্ত্রী হননি তখন থেকেই চৈত্র সংক্রান্তি ৩ সন্ধেয় কালীঘাটে মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেও সেই রীতির কোন পরিবর্তন হয়নি। বছরের শেষ দিনে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো। নতুন শাড়ি ও পুজো সামগ্রী দিয়ে পুজো দেন মমতা। রীতি মেনে করেন আরতি। মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়ি পরিয়ে দেওয়া হয় বিগ্রহকে। মন্দিরের অছি পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন- ‘নিষ্পাপ দাদুর মতো আচরণ’! দলাই লামা বিতর্কে দায়ী ‘চিনা ষড়যন্ত্র’

 

 

Previous article‘নিষ্পাপ দাদুর মতো আচরণ’! দলাই লামা বিতর্কে দায়ী ‘চিনা ষড়যন্ত্র’
Next articleপ্রকাশ্য দিবালোকে অবাধে গাছ কাটা, অন্যায় আটকাতে ছুটলেন তৃণমূল বিধায়ক