Tuesday, December 2, 2025

শুভমনের ব্যাটে ভর করে ফের জয়ে ফিরল গুজরাট,৬ উইকেটে হারালো পাঞ্জাবকে

Date:

Share post:

ফের জয়ের রাস্তায় ফিরল গুজরাট। বৃহস্পতিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্স ৬ উইকেটে হারালো পাঞ্জাব কিংসকে । গুজরাটের হয়ে দুরন্ত ব্যাট করলেন শুভমন গিল। তার ব্যাট থেকে এল মূল্যবান ৬৭ রান। ৪৯টি বলে ৭টি চার ও একটি ছয়ের সাহয্যে তিনি এই রান করেন। বলা যেতে পারে শুভমনের কাঁধে ভর করেই পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ জিতল গুজরাট।

পাঞ্জাবের হয়ে একমাত্র বেশি রান করেন শর্ট। তাঁর ব্যাট থেকে এসেছে ৩৬ রান। বাকিরা শুধুই এসেছেন আর গিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত শিখর ধাওয়ানের দল ১৫৪ রানের টার্গেট খাড়া করে গুজরাটের সামনে। গুজরাট ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
গুজরাটের কাছে ম্যাচ হেরে কার্যত বেশ চাপে পড়ে গেল ধাওয়ানের পাঞ্জাব। লিগ টেবিলে তাঁদের অবস্খান ছয় নম্বরে। অন্য দিকে ম্যাচ জিতে গুজরাট টাইটান্স উঠে এল তিন নম্বরে।
আপাতনিরীহ একটা ম্যাচেও শেষ দিকে বিরাট নাটক দেখা গেল। শেষ ওভারে জিততে গুজরাটের দরকার ছিল ৭ রান। স্যাম কারেনের প্রথম বলে এক রান নেন মিলার। দ্বিতীয় বলে জমে যাওয়া শুভমনের অফস্টাম্প উড়িয়ে দেন কারেন। পরের দু’টি বলে দু’টি রান হয়। শেষ পর্যন্ত ২ বলে চার রান দরকার ছিল। কিন্তু মাথা ঠান্ডা রেখে গুজরাতকে আরও একটি ম্যাচে জেতালেন রাহুল তেওটিয়া।
তবে গুজরাটের জয়ের আসল কাণ্ডারি শুভমনই। তিনি রান পেলে গুজরাট হেরেছে এমন ঘটনা খুব কমই দেখা গিয়েছে। এ দিনও ঋদ্ধিমান সাহাকে নিয়ে শুরুটা ভালই করেছিলেন তিনি। পাওয়ার প্লে-তে যতটা সম্ভব বেশি রান তুলে নেওয়ার লক্ষ্য ছিল গুজরাটের। সেই লক্ষ্যে সফল হয় তারা। ঋদ্ধিমানকে হারালেও প্রথম ৬ ওভারে ৫৬ রান উঠে যায়।

 

spot_img

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...