ওয়াশিং মেশিন বিজেপি(washing machine BJP)! নেতাদের সাত খুন মাফ হয়ে যায় যদি তারা কংগ্রেস তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপি শিবিরে যোগদান করে। এতদিন বারবার তৃণমূলের(TMC) তরফে এ অভিযোগ করা হয়েছিল। এবার সেই একই সুর শোনা গেল কংগ্রেসের(Congress) মুখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসম সফরের আগে গোটা অসম(Assam) জুড়ে পোস্টার পড়ল দলবদলুক বিজেপি নেতাদের বিরুদ্ধে। এই তালিকায় রয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ন রানে, কর্নাটকের ইয়েদুরাপ্পার মতো একাধিক নেতার।

শুক্রবার নরেন্দ্র মোদির অসম শফরের আগেই গোটা রাজ্যজুড়ে নিরমা ডিটারজেন্ট পাউডারের পোস্টার দেওয়া হয়। তবে পোস্টারে জনপ্রিয় সেই বালিকার ছবির মুখের জায়গায় বসানো হয় দলবদলু নেতাদের মুখ। পোস্টারে লেখা রয়েছে ওয়াশিং পাউডার নিরমা। এই পোস্টার নিজের টুইটারে শেয়ার করেছেন অসমের কংগ্রেস সভাপতি জয়রাম রমেশ। যেখানে তিনি লেখেন, “দুধ কি সাফেদি বিজেপি সে আয়ে। দাগি নেতাভি খেলখিলা যায়ে।” কংগ্রেসের অভিযোগ বিজেপি এমন একটি ওয়াশিং মেশিন যেখানে অন্যান্য রাজনৈতিক দল থেকে দাগী আসামিরা এই দলে ঢুকলে তাদের সমস্ত পুরনো পাপ ধুয়ে মুছে যায়।
