Tuesday, August 26, 2025

তাপপ্রবাহকে উপেক্ষা করেই নতুন বছরকে স্বাগত! কালীঘাট-দক্ষিণেশ্বর-তারাপীঠে উপচে পড়া ভিড়

Date:

তাপমাত্রা ইতিমধ্যেই ৪০-এর আশপাশে ঘোরাফেরা করছে। বেলা বাড়লেই রোদে প্রাণ যাওয়ার মতো অবস্থা। তাই বলে নতুন বছরকে (Bengali New Year) স্বাগত জানাতে বাঙালিদের কোনও খামতি নেই। আর সেকারণেই শনিবার নববর্ষের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন অনেকেই। কেউ মন্দিরের লাইনে দাঁড়িয়েছেন, আবার কোথাও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। রাজ্য জুড়ে নানা রীতিতে নতুন বছরকে অভ্যর্থনা জানাতে মেতে উঠেছে রাজ্যবাসী।

শনিবার নববর্ষের সকাল থেকে কালীঘাট (Kalighat), দক্ষিণেশ্বর (Dakkhineshwar), তারাপীঠ (Tarapeeth), লেক কালী মন্দির, ঠনঠনিয়াতেও ভক্তদের উপচে পড়া ভিড়। তপ্ত গরমে একেবারে রাজ্যবাসীর নাজেহাল অবস্থা। এসব উপেক্ষা করেও সকাল থেকেই চলছে হালখাতার (Halkhata) পুজো। লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভক্তরা (Devotees)। কয়েক ঘণ্টা অপেক্ষা করে দিতে হচ্ছে পুজো। এছাড়াও মন্দির চত্বরে লক্ষ্মী-গণেশ ও হালখাতার পুজো দিতে এসেছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম দিন পরিবারের মঙ্গল কামনা করে পুজো দেবেন তাঁরা।

কলকাতার পাশাপাশি রাজ্যেরও ছবিটা একই। বর্ধমানে বাংলা নববর্ষে দেবী সর্বমঙ্গলার আশীর্বাদ লাভে ভক্তদের ঢল। রাজা মহাতাব চাঁদ সর্বমঙ্গলার মন্দিরেই লম্বা লাইন। পাশাপাশি নববর্ষ উপলক্ষে এদিন কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় প্রভাতফেরীর আয়োজন করা হয়। এছাড়াও এদিন ভোরে তারাপীঠেও শুরু হয়েছে ভক্ত সমাগম। মায়ের স্নান পর্ব হয় ভোর ৪টেয়। এরপর ভোর ৫টায় মঙ্গল আরতি। তারপর খুলে যায় মন্দিরের গর্ভগৃহের দরজা। দুপুরে হবে মধ্যাহ্নভোজন। ভোগে থাকবে পোলাও, ভাজা, মাছ। এরপর সন্ধেয় আরতি হবে। তারাপীঠে আশেপাশের রাজ্য থেকেও এসেছেন ভক্তেরা।

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version