Thursday, August 21, 2025

গ্রেফতার হতে পারি: আশঙ্কার কথা জানিয়ে সিবিআই দফতরে হাজিরা কেজরির

Date:

মণীশ সিসোদিয়ার পর তালিকায় এবার কি খোদ দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi CM)! এবার কি গ্রেফতার করা হবে অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal)? অন্তত তেমনি আশঙ্কার কথা জানিয়ে রবিবার দিল্লির লোধি রোডে সিবিআই(CBI) দপ্তরে হাজিরা দিলেন আপ প্রধান। হাজিরার আগে সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো সুর চড়িয়ে তিনি জানালেন, বিজেপি(BJP) যদি নির্দেশ দেয় তাহলে সিবিআই তাকে গ্রেফতারও করতে পারে।

রবিবার অরবিন্দ কেজরিওয়ালের হাজিরার আগে দফায় দফায় কর্মসূচি ছিল আম আদমি পার্টির। এদিন সকালে দিল্লির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান কেজরিওয়াল। তিনি বলেন, “বিজেপি (BJP) এখন ক্ষমতার নেশায় মগ্ন। ওরা কাউকে কেয়ার করে না। সেটা রাজনীতিবিদ হোক, বিচারকরা হোক বা সংবাদমাধ্যম। বিজেপি চাইলে আজ আমাকে গ্রেপ্তারও করতে পারে সিবিআই। যারা এদের কথা শোনে না, তাদের সবাইকে এরা জেলে পাঠাতে পারে। ওরা নির্দোষদেরও ছাড়ে না।” দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ওরা বলছে আমি নাকি দুর্নীতিগ্রস্ত। আমি ট্যাক্স কমিশনার ছিলাম। দুর্নীতিগ্রস্ত হলে কোটি কোটি টাকা রোজগার করতে পারতাম। কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হলে গোটা বিশ্বে কেউ সৎ নয়।”

এদিকে রবিবার সকালে আম আদমি পার্টির সদর দপ্তরের ভিড় জমাতে থাকেন কেজরীর সমর্থকরা। দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় থেকেও বহু নেতা কর্মী উপস্থিত হন দিল্লিতে। উদ্দেশ্য ছিল কর্মী সমর্থকদের নিয়ে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখানোর। কিন্তু শেষে সেই পরিকল্পনা কার্যকর হয়নি। সিবিআই অফিসে কাছে যাওয়ার আগে কাশ্মীরি গেটেই আটক করা হয় আপ সমর্থকদের। এদিন সাংবাদিক বৈঠকের পর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে চান দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে যান সিবিআই দপ্তরে। সিবিআই অফিসে ঢোকার আগে তিনি বলেন, “সিবিআই বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত। ওদের সব প্রশ্নের উত্তর আমি দেব।”

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version