Tuesday, May 6, 2025

গ্রেফতার হতে পারি: আশঙ্কার কথা জানিয়ে সিবিআই দফতরে হাজিরা কেজরির

Date:

মণীশ সিসোদিয়ার পর তালিকায় এবার কি খোদ দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi CM)! এবার কি গ্রেফতার করা হবে অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal)? অন্তত তেমনি আশঙ্কার কথা জানিয়ে রবিবার দিল্লির লোধি রোডে সিবিআই(CBI) দপ্তরে হাজিরা দিলেন আপ প্রধান। হাজিরার আগে সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো সুর চড়িয়ে তিনি জানালেন, বিজেপি(BJP) যদি নির্দেশ দেয় তাহলে সিবিআই তাকে গ্রেফতারও করতে পারে।

রবিবার অরবিন্দ কেজরিওয়ালের হাজিরার আগে দফায় দফায় কর্মসূচি ছিল আম আদমি পার্টির। এদিন সকালে দিল্লির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান কেজরিওয়াল। তিনি বলেন, “বিজেপি (BJP) এখন ক্ষমতার নেশায় মগ্ন। ওরা কাউকে কেয়ার করে না। সেটা রাজনীতিবিদ হোক, বিচারকরা হোক বা সংবাদমাধ্যম। বিজেপি চাইলে আজ আমাকে গ্রেপ্তারও করতে পারে সিবিআই। যারা এদের কথা শোনে না, তাদের সবাইকে এরা জেলে পাঠাতে পারে। ওরা নির্দোষদেরও ছাড়ে না।” দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ওরা বলছে আমি নাকি দুর্নীতিগ্রস্ত। আমি ট্যাক্স কমিশনার ছিলাম। দুর্নীতিগ্রস্ত হলে কোটি কোটি টাকা রোজগার করতে পারতাম। কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হলে গোটা বিশ্বে কেউ সৎ নয়।”

এদিকে রবিবার সকালে আম আদমি পার্টির সদর দপ্তরের ভিড় জমাতে থাকেন কেজরীর সমর্থকরা। দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় থেকেও বহু নেতা কর্মী উপস্থিত হন দিল্লিতে। উদ্দেশ্য ছিল কর্মী সমর্থকদের নিয়ে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখানোর। কিন্তু শেষে সেই পরিকল্পনা কার্যকর হয়নি। সিবিআই অফিসে কাছে যাওয়ার আগে কাশ্মীরি গেটেই আটক করা হয় আপ সমর্থকদের। এদিন সাংবাদিক বৈঠকের পর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে চান দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে যান সিবিআই দপ্তরে। সিবিআই অফিসে ঢোকার আগে তিনি বলেন, “সিবিআই বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত। ওদের সব প্রশ্নের উত্তর আমি দেব।”

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version