Monday, November 3, 2025

দুবাইয়ের (Dubai) একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Massive Fire)। দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন চারজন ভারতীয়। মৃত ভারতীয়রা কেরল (Kerala) ও তামিলনাড়ুর (Tamil Nadu) বাসিন্দা বলে খবর। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার দুপুরে আচমকাই দেরা বুর্জ এলাকায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এক দম্পতি সহ মৃত চার ভারতীয় ওই আবাসনের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে মৃত রিজেশ (৩৮) ও তাঁর স্ত্রী জিশি (৩২) কেরালার মালাপ্পুরমের বাসিন্দা।

এদিকে চার ভারতীয়কে সনাক্ত করছেন কেরালারই বাসিন্দা এক সমাজকর্মী। তবে এদিন ভারতীয়রা ছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ পাক নাগরিক এবং একজন নাইজেরিয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে, দুবাইয়ের সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন এদিন বেলা প্রায় ১২.৩৫ মিনিট নাগাদ দেরা বুর্জ এলাকার বহুতলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তৈরি হয় আতঙ্ক। খবর দেওয়া হলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। শুরু হয় আগুন নেভানোর কাজ। সেই সঙ্গে চলে আগুনে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজও। প্রায় তিন ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় চার ভারতীয় সহ ১৬ জনের মৃত্যুর পাশাপাশি ১০ জনের বেশি আবাসিক গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী কারণে আগুন লেগেছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে, শর্টসার্কিটের ফলে আগুন লাগতে পারে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান।

 

 

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version