Saturday, January 31, 2026

আজ দিনভর বন্ধ মাঝেরহাট ব্রিজের যানচল! কোন পথ ব্যবহার করবেন জেনে নিন

Date:

Share post:

চলছে জোকা-বিবাদী বাগ মেট্রো লাইন সম্প্রসারণের কাজ । এর জেরে শনিবার রাত ১১টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মাঝেরহাট ব্রিজ। আজ, রবিবার রাত ১২টা অবধি এই ব্রিজ বন্ধ থাকবে। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণার মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হতে হবে যাত্রীদের।

আরও পড়ুন:যোগী রাজ্যে নিরাপত্তার প্রশ্নে তোলপাড় গোটা দেশ! ৭৫ জেলায় ১৪৪ ধারা জারি!
মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, জোকা থেকে বিবাদী বাগ অবধি মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ চলছে। মূলত মাঝেরহাট ব্রিজের পাশ দিয়ে যে মেট্রো লাইনটি তৈরি করা হচ্ছে, সেখানে লাইন সংযোগের জন্য গার্ডার বসানো হবে। এই কাজের জন্যই আজ দিনভর মাঝেরহাট ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মোট তিনটি গার্ডার আনা হয়েছে। আজ সেগুলি হাইড্রোলিক মেশিনের মাধ্যমে মেট্রোর স্তম্ভের উপরে বসানো হবে।

তবে এই গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ থাকায় কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণা থেকে আগত গাড়িগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা থেকে যে গাড়িগুলি দক্ষিণ ২৪ পরগণার দিকে যাচ্ছে, সেগুলিকে মোমিনপুর থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেগুলি আলিপুর হয়ে গাড়িগুলি চেতলা রোড ধরে দুর্গাপুর ব্রিজে উঠবে।


অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণা থেকে যে সমস্ত গাড়ি আসছে, সেগুলিকে তারাতলা মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই গাড়িগুলি নিউ আলিপুর হয়ে দুর্গাপুর ব্রিজে উঠবে। অর্থাৎ মাঝেরহাট ব্রিজের বিকল্প হিসাবে আজ দিনভর মোমিনপুর-তারাতলা-চেতলা রুটটিকেই ব্যবহার করা হবে।

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...