Thursday, May 8, 2025

মহাজাগতিক ‘হাইব্রিড’ সূর্যগ্রহণে দেখা যাবে বিরল দৃশ্য!

Date:

Share post:

জ্যোতিষশাস্ত্র ও জ্যোর্তিবিজ্ঞান – এই দুই দিক থেকেই সূর্যগ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আগামী ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ঘটবে এই বছরের প্রথম সর্যগ্রহণ। এই গ্রহণটি নানা দিক থেকে বিশেষ হতে চলেছে। মেষ রাশিতে এই গ্রহণ হবে। গ্রহণের সময় মেষ রাশিতে সূর্যের সঙ্গে অবস্থান করবে বৃহস্পতিও। গ্রহণের সময় সূর্য ও বৃহস্পতির যুতি একটি বিশেষ যোগ গঠন করতে চলেছে। পঞ্জিকা অনুসারে সেদিন আবার বৈশাখী অমাবস্যা। তিথি অনুসারেও এই দিনটি বিশেষ মাহাত্যপূর্ণ।বিজ্ঞানীরা জানিয়েছেন যে ২০ এপ্রিলের সূর্যগ্রহণ হবে হাইব্রিড বা শংকর সূর্যগ্রহণ। তার কারণ এদিন একই সঙ্গে তিন ধরনের গ্রহণ দেখা যাবে। এই সূর্যগ্রহণকে Ningalu Solar Eclipse-ও বলছেন বিজ্ঞানীরা।

আগামী ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার হবে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুসারে সকাল ৭টা ৪ মিনিটে গ্রহণ লাগবে এবং গ্রহণ ছেড়ে যাবে বেলা ১২টা ২৯ মিনিটে। মোট ৫ ঘণ্টা ২৪ মিনিট ধরে চলবে সূর্যগ্রহণ। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। সেই কারণে কোনও সূতক কাল কার্যকরী হবে না এবং গ্রহণের প্রভাবে কোনও ধর্মীয় কাজে বাধা পড়বে না। অ্যান্টার্কটিকা, থাইল্যান্ড, চিন, ব্রুনেই, সলোমন, ফিলিপিন্স, তাইওয়ান, পাপুয়া নিউ গিনি, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া থেকে গ্রহণ দেখা যাবে।

যখন সূর্যগ্রহণে আংশিক গ্রহণ, পূর্ণগ্রাস গ্রহণ ও বলয়গ্রাস গ্রহণ – এই তিন ধরনের গ্রহণই দেখা যায়, তখন তাকে শংকর সূর্যগ্রহণ বলা হয়। এমন গ্রহণ অত্যন্ত বিরল। ১০০ বছরে একবার শংকর সূর্যগ্রহণ দেখা যেতে পারে। বৃহস্পতিবার, আগামী ২০ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী, জানিয়েছে নাসা।

এর বিশেষত্ব হল এখানে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া হয় ছোট। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যায় চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে লাগে খানিকটা সোনার আংটির মতো। এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা।

 

spot_img

Related articles

বিধ্বস্ত পাকিস্তান, বালোচ লিবারেশন আর্মির হামলায় ১২ পাক সৈনিকের মৃত্যু!

ভারতের প্রত্যাঘাতের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হামলা পাকিস্তানে (Attack on Pakistan)। এবার IED বিস্ফোরণে ১২ জন...

উত্তরাখণ্ডের আকাশে দুর্ঘটনা, চপার ভেঙে মৃত ৫!

বৃহস্পতিবারের সকালে গঙ্গোত্রীর (Gangotri) দিকে যাওয়ার সময় ভাগীরথী নদীর কাছে ভেঙ্গে পড়ল চপার (Helicopter Accident in Uttarakhand)। দুর্ঘটনায়...

লাহোরে একের পর এক বিস্ফোরণে শহর জুড়ে আতঙ্ক, বন্ধ একাধিক বিমানবন্দর

ভারত -পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার সকালে লাহোরে একের পর এক বিস্ফোরণের (Several Blast Heard in Pakistan's Lahore)...

অপারেশন সিন্দুরকে ‘লজ্জা’ দাবি করার পর ভারত – পাক ‘মধ্যস্থতা’য় আগ্রহ ট্রাম্পের!

পহেলগাম হামলার (Pahelgam attack)বদলা নিতে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। দেশের সেনাবাহিনীর 'অপারেশন সিন্দুর' (Operation...