Wednesday, May 14, 2025

৭০ ঘণ্টা পরে শেষে খেজুর গাছের নীচে অক্ষত জীবনের দ্বিতীয় মোবাইল!

Date:

Share post:

টানা ৬৫ ঘণ্টা জেরার পর সিবিআই গ্রেফতার করেছে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। পুকুর ছেঁচে প্রথম মোবাইলটি উদ্ধার হলেও, মিলছিল না দ্বিতীয় মোবাইল। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ পুকুর পাড়ের কাছে খেজুর গাছের নীচ থেকে মিলল দ্বিতীয় ফোনটি। স্থানীয় সঞ্জীব বাগদি নামে এক ব্যক্তি সেটি উদ্ধার করেন।জানা গিয়েছে, সম্পূর্ণ অক্ষত অবস্থায় কালো রঙের ওই মোবাইলটি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়ার সময় সেটি সাদা প্লাস্টিকের প্যাকেটে মোড়া ছিল। প্যাকেটের উপরে রয়েছে সিজার লিস্ট নম্বর।কারণ, ছুড়ে ফেলে দেওয়ার আগে এই মোবাইলটি বাজেয়াপ্ত করেছিল সিবিআই।

দ্বিতীয় ফোনের খোঁজে রবিবার বিকেল নাগাদ জেসিবি মেশিন আনায় সিবিআই। সঙ্গে ছিল মাটি বহনকারী একটি ট্র্যাক্টর।এরপর নিয়ে াসা হয় প্লাস্টিকের বড় বস্তা। উৎসাহীরা তখনও বুঝে উঠতে পারেননি আগামী কয়েক মিনিটের মধ্যে ঠিক কী ঘটতে চলেছে। জেসিবি আসার সঙ্গে সঙ্গে পুকুরের চার পাশে ভিড় জমিয়েছিল উৎসাহীরা। সবার সামনেই শুরু হয় ‘সিবিআই অপারেশন’।

প্রথমে জেসিবি মেশিনের সাহায্যে পুকুর থেকে কাদা তোলা হয়। সেই কাদা ট্র্যাক্টারে ভরে সেটি নিয়ে যাওয়া হয় বিধায়কের বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায়। বিশাল একটি প্লাস্টিকের ব্যাগে ঢালা হয় কাদা। অন্য দিকে, পাম্প চালিয়ে সেই কাদাভর্তি প্লাস্টিকের বস্তায় আবার জল ভরা হয়।আসলে এ ভাবে কাদার ঘনত্ব কমিয়ে পাঁকে ডুবে থাকা মোবাইল খোঁজার চেষ্টা করতে থাকেন গোয়েন্দারা। তার পরেও ফোনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষমেশ পুকুরপাড়ে খেজুর গাছের তলা থেকে সেটি উদ্ধার হল। ওই মোবাইলটিকে ফরেনসিক পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হবে। আর কোনও সামগ্রী উদ্ধার হয় কিনা, তা খতিয়ে দেখতে ওই পুকুরটিতে এখনও চলছে লাগাতার তল্লাশি। সিবিআইয়ের তদন্তকারীরা আরও কিছু তথ্য পাওয়া যায় কিনা তাই খতিয়ে দেখছেন।তাদের প্রাথমিক অনুমান, পুকুরের পাঁক থেকে আরও তথ্য মেলার সম্ভাবনা।

 

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...