Wednesday, August 27, 2025

গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের বড়ঞা’র বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দীর্ঘ ৬৫ ঘন্টা পর তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। সোমবার সকাল ১২ টা নাগাদ তাকে নিয়ে আসা হয় আলিপুর আদালতে। তার আগে হয় মেডিক্যাল টেস্ট। সোমবার বিকেল চারটের সময় জীবনকে আলিপুর আদালতে পেশ করা হয়। আদালত জীবনকে চারদিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, পুকুর পাড় থেকে আরও একটি মোবাইল উদ্ধার হয়েছে। মিলেছে তিন হাজার পাতার নথি। টাকা লেনদেনের তথ্য ও চাকরিপ্রার্থীদের নাম ও সেই সম্পর্কিত বহু কাগজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, নজরে রয়েছেন আরও দু’ই বিধায়ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বড়ঞা’র বিধায়কের মোবাইলে চ্যাট থেকে পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ তথ্য।

আরও জানা গিয়েছে, কাকে কত টাকা পাঠানো হয়েছে উঠে এসেছে তাও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ লেনদেন হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, দুই বিধায়কের পাঠানো ‘ক্যান্ডিডেট লিস্ট’-ও মিলেছে। উল্লেখ রয়েছে ওই বিধায়কদের নাম।  অভিযোগ, টাকা দিয়েও অনেকে চাকরি পাননি। আরও বেশি টাকা দিয়ে সেই চাকরি পেয়েছেন অন্য কেউ।

সূত্রের খবর, এক বিধায়ক নবগ্রামের। তাঁর নাম কানাই মণ্ডল। অন্যজন বীরভূমের এক বিধায়ক। উল্লেখ্য, কানাইকে ইতিমধ্যেই তলব করেছে সিবিআই। আর এহেন পরিস্থিতিতে, ‘তৃণমূল বিধায়কদের টার্গেট করা হচ্ছে, এটা একটা গেম প্ল্যান’, বিধানসভায় তৃণমূল বিধায়ক সংখ্যা কমানোর চক্রান্তের অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।

 

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version