Monday, August 25, 2025

পুলওয়ামাকাণ্ড নিয়ে সতপালের অভিযোগের সুপ্রিম-তদন্ত হোক: দাবি মুখ্যমন্ত্রীর

Date:

পুলওয়ামাকাণ্ড নিয়ে সতপাল মালিকের অভিযোগের সুপ্রিম-তদন্তের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষের মতো উৎসব শেষ হওয়ার পরেই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মমতা। সোমবার, নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে পুলওয়ামার (Pulwama) ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। বলেন, “পুলওয়ামার ঘটনা নিয়ে সতপাল মালিক (Satpal Malik) যে অভিযোগ করেছেন, সে নিয়ে আমি তদন্ত দাবি করছি। এখানে একটা চকোলেট বোমা ফাটলে NIA পাঠিয়ে দিচ্ছে। কিন্তু কেন্দ্র কী তদন্ত করবে? ওরাই তো ঘটনায় জড়িত। আমরা চাই দায়িত্ব নিক সুপ্রিম কোর্ট।“

কিছুদিন আগেই পুলওয়ামা হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সতপাল মালিক। এদিন, সেই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”কথায় কথায় বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। আমরা পুলওয়ামার ঘটনার তদন্ত দাবি করছি। পুলওয়ামাকাণ্ডে সুপ্রিম কোর্টের বর্তমানে কর্মরত বিচারপতি দিয়ে তদন্ত হোক। আমাদের সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে। সর্বোচ্চ স্তরে গাফিলতি হয়েছে। সুতরাং বিচারবিভাগীয় তদন্ত করাই শ্রেয়।”

এরপরেই রাজ্যে কথায় কথায় কেন্দ্রীয় পরিদর্শন পাঠানো নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমনমন্ত্রী। তাঁর অভিযোগ, বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। মমতার কথায়, “দেশজুড়ে ভুয়ো জাতীয়তাবাদ তৈরি করা হচ্ছে। বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় দল পাঠানো হয়। কিন্তু পুলওয়ামায় ক’টা কেন্দ্রীয় দল গিয়েছিল?” এরপরেই উত্তর প্রদেশে পরপর শুটআউটে খুনের ঘটনা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”উত্তরপ্রদেশে যেভাবে অপরাধীকে মারা হল, তার বিরোধিতা করছি।” এই নিয়ে যোগী রাজ্যে কটা কেন্দ্রীয় দল গিয়েছে? প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, রাজ্যেএকটা চকোলেট বোম ফাটালেও NIA পাঠায় কেন্দ্র। ”এই রাজ্যে ১৫১ কেন্দ্রীয় দল পাঠিয়েছে৷ দলের অনেক ছেলেই এখনও জেলে আছে। পুলওয়ামাতে কটা টিম পরিদর্শন করল? এখন উত্তরপ্রদেশে কটা কেন্দ্রীয় দল পরিদর্শন করল? ১০০ দিনের কাজের লোকেদের টাকা দেওয়া হচ্ছে না। নেতারা থাকবেন এসিতে, ছাউনির নীচে। লু বইছে৷ ওনার সভায় ১১ জন মারা গেল। ৬০০ জন আহত। চোখের জল পড়েছে অমিত শাহের। কটা কেন্দ্রীয় দল গেল পরিদর্শন করতে!”

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version