Wednesday, August 27, 2025

একাধিকবার সমন পাঠালেও মেলেনি উত্তর, স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে গ্রে.ফতারি পরোয়ানা জারির সম্ভাবনা!

Date:

স্বাস্থ্যসচিব (Health Secretary) নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে এবার গ্রেফতারি (Arrest) পরোয়ানা জারি করা হবে। সোমবার এমনই দাবি জানালেন জাতীয় এসসি কমিশনের (National Commission for Scheduled Castes) ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। উল্লেখ্য, এদিন মেদিনীপুর সংশোধনাগার পরিদর্শনে আসে জাতীয় এসসি কমিশনের একটি তদন্তকারী দল। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হতে চলেছে। আর জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক।

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন সজল বিশ্বাস (Sajal Bishwas)। তিনি পেশায় একজন চিকিৎসক। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সাময়িকভাবে চাকরি থেকে ইস্তফা দিতে হয় তাঁকে। পরে নির্বাচন শেষ হলে এই চিকিৎসক চাকরি ছাড়তে চেয়েছিলেন। আর সে ব্যাপারে কোনও পদক্ষেপই নেয়নি স্বাস্থ্যভবন। পাশাপাশি তাঁকে পুনরায় চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি কমিশনের।

তবে জাতীয় এসসি কমিশনের তরফে আরও জানান হয়েছে, এর আগে একাধিকবার স্বাস্থ্য সচিবকে সমন পাঠানো হলেও তাঁর তরফে কোনও উত্তর মেলেনি। আর সেই কারণেই এবার নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে জারি হবে গ্রেফতারি পরোয়ানা। কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্য সচিব সাফ জানিয়েছেন, আমি জাতীয় এসসি কমিশনকে সম্মান করি। তাঁদের যা জানানোর আমি ইতিমধ্যে সবটুকু জানিয়েছি। আবার যদি কিছু জানাতে হয় গাইডলাইনের মধ্যে থেকে আবার তা করব। তবে এটা বিচারাধীন বিষয়। তাই এর বাইরে এখনই আমি আর কোনও মন্তব্য করব না।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version