Tuesday, November 4, 2025

ইউক্রেন যু.দ্ধের আবহেই ভারত সফরে রুশ উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তুরভ

Date:

ইউক্রেন যুদ্ধের আবহেই ভারত সফরে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন রুশ উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তুরভ। সোমবার দু’জনের বৈঠকে প্রতিরক্ষা ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

সোমবার দু’দিনের জন্য ভারত সফরে এসেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তথা শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস ভ্যালেন্টিনোবিচ মান্তুরভ। এই সফরে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তিনি। ভারতের মাটিতে পা দিয়েই তিনি জানিয়ে দিয়েছেন, রাশিয়া (Russia) ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। সফরের দ্বিতীয় তথা শেষ দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডেনিস বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত একটি আলোচনায় অংশ নিতে দিল্লি এসেছেন রুশ উপপ্রধানমন্ত্রী।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন। এর পর গত এপ্রিলে ভারত সফরে এসেছিলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কো জানিয়েছিল, পরিস্থিতি সম্পর্কে নয়াদিল্লিকে অবহিত করতেই ছিল সে সফর। প্রসঙ্গত, আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ার চাপের মুখেও রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত। পাশাপাশি, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনাও চালিয়ে যাচ্ছে। এর আগে গত আগস্টে রাশিয়া সফরে গিয়ে ডেনিনের সঙ্গে বৈঠক করেছিলেন ডোভাল।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version