Wednesday, December 3, 2025

উত্তর থেকে দক্ষিণ শীঘ্রই মিলবে গরম থেকে রেহাই! কবে কোথায় বৃষ্টি

Date:

Share post:

সকাল হতেই চড়া রোদ! সূর্যিমামার তেজ যেন বেড়েই চলেছে।কাঠফাটা রোদের ঠেলায় নাজেহাল সাধারণ মানুষ।হাঁসফাঁস করা গরমের দাপটে অসুস্থতাবোধ করছেন ছোটবড় সকলেই।বৈশাখের শুরু থেকেই বৃষ্টির আশায় চাতকের মতো দিন গুণছেন সকলেই।এমনসময় বহু কাঙ্ক্ষিত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়। এমনকি, ভিজতে পারে দক্ষিণবঙ্গও।

আরও পড়ুন:তৃণমূলের মহিলা কাউন্সিলরকে বেধড়ক মা.রধর! কিন্তু কেন?

সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই ভিজতে পারে উত্তরের পাঁচটি জেলা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু কিছু এলাকায়। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিন তাপপ্রবাহ জারি থাকবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।

দক্ষিণবঙ্গের জন্য এখনই কোনও সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। আগামী ৪ দিন দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। গরম কিছুটা কমতে পারে ২১ তারিখ অর্থাৎ শুক্রবারের পর থেকে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে স্থানীয় মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভিজতে পারে পূর্ব মেদিনীপুর। এ ছাড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় শুক্রবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে শনিবার থেকে।
গত কয়েক দিনে হাঁসফাঁস গরমে কাবু রাজ্যের প্রায় সব জেলা। তীব্র গরম পড়েছে। তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তার মাঝে আবহাওয়া দফতরের এই পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তির বার্তা দিচ্ছে। যদিও কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় এখনও দাপিয়ে ব্যাটিং করবে গ্রীষ্ম।

 

 

spot_img

Related articles

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে...