Monday, November 3, 2025

ফের বড়সড় বিতর্কের মুখে কংগ্রেস! দলের যুবনেত্রীকেই ‘কু.কথা’ যুব সভাপতির  

Date:

দলের যুব সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন যুব নেত্রী। ঘটনাকে কেন্দ্র করে বড়সড় বিতর্কের মুখে পড়ল কংগ্রেস (Congress)। একেই দলের নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে সমস্যার শেষ নেই। আর তারমধ্যেই ফের মুখ পুড়ল হাত শিবিরের। আর ঘটনাকে কেন্দ্র করেই দলের অন্দরে শুরু হয়েছে চরম বিতর্ক। তবে বিরোধীদের মতে, দলের মহিলা কর্মী সমর্থকদের সম্মান দিতে জানেন না কংগ্রেস হাইকম্যান্ড। আর তারই আসল স্বরূপ এবার প্রকাশ্যে এল। তবে বিষয়টি ধামাচাপা দিতে ইতিমধ্যে ময়দানে নেমেছে কংগ্রেস।

তবে ঘটনাটি কী?

জানা গিয়েছে, যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি (Srinivas BV) ও সম্পাদক বর্ধন যাদবের (Bardhan Yadav) বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন অসমের যুব কংগ্রেস সভাপতি অঙ্কিতা দত্ত (Ankita Dutta)। আর দলের শীর্ষ স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে এমন হেনস্থার অভিযোগ এনে কার্যত জনসমক্ষে হাঁটে হাঁড়ি ভেগে দিয়েছেন অঙ্কিতা। তাঁর অভিযোগ, বিষয়টি একাধিকবার দলের হাইকম্যান্ড এমনকি রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) চলাকালীন অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। সবকিছু শুনলেও দলের শীর্ষ নেতৃত্বের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ জানিয়েছেন অঙ্কিতা। আর গোটা বিষয়টিতে চরম হতাশা প্রকাশ করেছেন অসমের যুব কংগ্রেস সভাপতি।

অঙ্কিতা সংবাদমাধ্যমকে জানান, রায়পুরের প্লেনারি অধিবেশন (Plenary Session) চলাকালীন তাঁকে যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি ‘মেয়েটা’ বলে কটাক্ষ করেছেন। তবে এখানেই শেষ নয়, তিনি আরও অভিযোগ করেন, এরপরই তাঁকে শ্রীনিবাস প্রশ্ন করেন, “তুমি কী খাও? ভদকা (Vodka) খাও”? আর এমন প্রশ্ন শুনেই কার্যত মাথা নিচু হয়ে যায় অঙ্কিতার। পাশাপাশি এমন প্রশ্নে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন তিনি। এরপরই দলের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক ও আদি ইতিহাসের কথা তুলে ধরে অঙ্কিতা জানান, তাঁর পরিবারের সঙ্গে দলের যোগাযোগ বহুদিনের। আমি, আমার বাবা ও আমার ঠাকুরদা অসমে কংগ্রেস সভাপতি থেকেছি। তবে দল আমাকে ছুঁড়ে ফেললেও আমি কোনোদিনও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারব না। যদি দল আমাকে বাইরে ছুঁড়েও ফেলে দেয় তাহলেও আমার সিদ্ধান্ত একই থাকবে।

এছাড়াও এদিন বিজেপিতে (BJP) যোগদান প্রসঙ্গে সাংবাদিকরা অঙ্কিতাকে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, আমার বিজেপিতে যোগদানের কোনও প্রশ্নই আসছে না। আর যদি সেই পরিকল্পনা থাকত তাহলে তা আগেই করতে পারতেন। তবে এরপরই অঙ্কিতার তোপ, শ্রীনিবাস ও বর্ধন যাদবের মতো লোকরাই দলকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে।

 

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version