Saturday, May 3, 2025

ত্রয়োদশ দাদা সাহেব ফালকে পুরস্কারে মনোনীত সৌম্য চট্টোপাধ্যায়ের ‘নন্দিনী’র গল্প!

Date:

পুরাণের প্রাচীন প্রেমের কাহিনীকে যুগের আঙ্গিকে সাজানো খুব একটা সহজ কাজ নয়। কিন্তু এই কাজ করে দেখিয়েছেন পরিচালক সৌম্য চট্টোপাধ্যায় (Soumya Chatterjee) তাঁর ‘নন্দিনী- এ টেল অফ হোম কামিং’ (Nandini A Tale of Home Coming) ছবিতে। প্রযোজনা করেছেন রুমা ভট্টাচার্য (Ruma Bhattacharyya), সহ প্রযোজনায় জয়িতা মৌলিক (Jayita Maulik)।  শিবের ধ্যান ভঙ্গ করে পার্বতীর তাঁকে স্বামী রূপে বরণ এবং তাঁদের বিয়ে, মা বাবার দুশ্চিন্তা, তাঁদের সংসার, দীর্ঘ অপেক্ষা শেষে মেয়ের ঘরে আসা, আবার স্বামীর ঘরে ফেরা – এই এতকিছুকে ফ্রেম বন্দি করা কি সহজ ছিল? পরিচালকের ডেবিউ ফিল্ম এর আগে দেশের নানা প্রান্তের বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে (Festival)প্রদর্শিত হয়েছে, একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে। এবার নয়া মাইলফলক হতে চলেছে ত্রয়োদশ দাদা সাহেব ফালকে পুরস্কারের (13th Dada Saheb Phalke Film Festival) মনোনয়ন প্রাপ্তি। আগামী ৩০ এপ্রিল ২০২৩ তারিখে দিল্লির এনসিআর (Delhi NCR)-এ এই অনুষ্ঠান হবে।

সত্যজিৎ রায়কে নিয়ে একটি শো-রিল করে বেশ পরিচিতি পেয়েছিলেন সৌম্য। ভাইরাল (Viral) হয়েছিল তাঁর ‘কোয়ারেন্টান উইথ রে’। এরপর ঋত্বিক ঘটক থেকে সৃজিত সবার ছবি নিয়েই ‘কোয়ারেন্টান উইথ’ সিরিজ করেন তিনি। স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় হয় সৌম্যর নানা মিম ভিডিও। কিন্তু ‘নন্দিনী- এ টেল অফ হোম কামিং’ (Nandini A Tale of Home Coming) ছবি যেন বাঙালি জীবনে আজও পুরাণের প্রাসঙ্গিকতাকে যুগের পটভূমিতে তুলে ধরেছে। নন্দিনী সম্পর্কে পরিচালক বলেছেন, “এই ছবির সব চরিত্রগুলির সবকটা শেড গ্রে। কোনও ব্ল্যাক বা হোয়াইট নেই।” বাস্তবে সবার মধ্যেই কিছু না কিছু ভাল বা খারাপও থাকে। কেউ পুরো ভাল বা পুরো খারাপ হয় না। এই বিষয়টাই এই ছবিতে দেখানোর চেষ্টা করেছেন তিনি। এই ছবিতে কোনও হিরো বা ভিলেন নেই। প্রত্যেকটি চরিত্রই খুব জীবন ঘেঁষা, বাস্তবসম্মত। বলা ভালো সিস্টেমই এখানে ভিলেন। এর আগে টেগর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২ এর বেস্ট ডেবিউ ফিল্মমেকার এবং বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড মিলেছে। সেরা লেখক, সেরা ভাবনা, সেরা বাংলা ছবির জন্য ইন্ডিয়ান সিনে ফিল্ম ফেস্ট ২০২২, বেস্ট অ্যাসপায়ারিং ডিরেক্টর, বেস্ট স্টোরি, বেস্ট প্রমিসিং ফিল্ম হিসেবে রয়্যাল পিকক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২, বেস্ট স্ক্রিন প্লে এবং বেস্ট প্রমিসিং শর্ট ফিল্মের জন্য গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২২ – এর সাফল্যের মুকুট উঠেছে এই সিনেমার মাথায় । এছাড়াও ‘নন্দিনী- এ টেল অফ হোম কামিং’ (Nandini A Tale of Home Coming) মনোনীত হয়েছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড , গ্রেট ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ছাড়াও আরো বেশ কয়েকটি অ্যাওয়ার্ডের জন্য। ছবিটিতে অভিনয় করেছেন অলিভা ভট্টাচার্য, দেবাংশি পাল, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, জয়িতা চৌধুরী, অচিন্ত্য দত্ত। ছবির সঙ্গীতের দায়িত্বে ছিলেন ভেদান্ত, তৃষিত, সুপ্রিয়। গান গেয়েছেন ভেদান্ত গৌতম, প্রিয়াঙ্কা বসু। আবহ সৃজিত রাহা। ছবিটির চিত্রনাট্য, পরিচালনা, গল্প-সহ বাকি কাজ সামলেছেন পরিচালক নিজেই। এবার রাজধানীতে দাদাসাহেব ফালকে পুরস্কারে মনোনয়ন পাওয়া নিঃসন্দেহে এক বড় সাফল্য মনে করছেন সকলেই।

 

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version