Sunday, August 24, 2025

স্বাস্থ্য বিমার আওতায় এবার পঞ্চায়েত কর্মীরাও! নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

এবার সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের (Health Scheme) আওতায় আসছেন রাজ্যের পঞ্চায়েত কর্মীরাও (Panchayat Election)। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে কর্মরত সমস্ত কর্মীরাই স্বাস্থ্য বিমা প্রকল্পের সুযোগসুবিধা পাবেন বলে সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নবান্নে সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সরকারি কর্মচারী সংগঠনের আবেদনের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার ফলে বর্তমানে রাজ্যে কর্মরত ৩০ হাজার পঞ্চায়েত কর্মী এবং কুড়ি হাজার অবসরপ্রাপ্ত পেনশনভোগী উপকৃত হবেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষনা মতোই স্বাস্থ্য বিমায় আরও বেশি পরিমাণ ক্যাশলেস সুযোগসুবিধা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্তরা। আর সোমবার এমন ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের পাশাপাশি পঞ্চায়েত কর্মীরাও উপকৃত হবেন। এদিকে রাজ্যের অর্থ দফতর সূত্রে ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা যদি এখন হাসপাতালে ভর্তি হন সেক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। তবে এই সমস্ত সুযোগসুবিধা তারাই পাবেন যাদের নাম নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্পে।

তবে বর্তমানে স্বাস্থ্য বীমা প্রকল্পে ক্যাশলেস সুবিধার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হয়েছে। এর ফলে হাসপাতালে ভর্তি হওয়ার পর কোনও সরকারি কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত কর্মীরা কোনওরকম খরচ না করেই দেড় লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা পাবেন।

 

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version