তীব্র দহনে পুড়ছে বাংলা। তার মধ্যেই আগামী দুমাস রাস্তায় কাটাবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে জানালেন তিনি। ২৪ এপ্রিল বেরিয়ে কলকাতা ফিরবেন ২৫ জুন।

একঝলকে অভিষেকের জনসংযোগ যাত্রার কর্মসূচি –
• ২৪ এপ্রিল ২৫ থেকে শুরু হয়ে ২ মাস চলবে কর্মসূচি
• প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটারে ৭হাজার গ্রামীণ বুথে সভা
• ৬০ হাজার বুথে ঘুরবেন
• দিনহাটা থেকে শুরু করে সাগরে শেষ হবে কর্মসূচি
• ২৪ তারিখ বেরিয়ে বাগডোগরা পৌঁছবেন
• সেখান থেকে কোচবিহারে গিয়ে মদনমোহন মন্দিরে পুজো দেবেন
• ২৫ তারিখ থেকেই কর্মসূচি শুরু হবে
• সকাল ১০ থেকে কর্মসূচি শুরু হবে
• প্রতিদিন জনসভা ৩-৫টা
• সন্ধেয় ক্যাম্পে তৃণমূলের অধিবেশন, বুথ সভাপতি পর্যন্ত জেলার সব নেতৃত্ব থাকবেন
• ৩০০০-৪০০০ মানুষের সঙ্গে কথা বলার পর গোপন ব্যালটে ভোট দেবেন। নাম বা ফোন নম্বর থাকবে না
• কাকে প্রার্থী হিসাবে দেখতে চান, তা গোপন ব্যালটে লিখে দেবেন
• এটাই গ্রামবাংলার মতামত
• এরপরে নৈশভোজ হবে
• সংবাদমাধ্যমও সেই অধিবেশনে উপস্থিত থাকতে পারবে
• টিএমজে অফিশিয়ালেও নিজের মতামত জানানো যাবে
• ৩ লক্ষের কর্মী এই কর্মসূচিতে যুক্ত হবেন
• ১৫ হাজার বিশিষ্টজন যুক্ত থাকবেন
• ১ কোটির বেশি লোক ডিজিটাল মাধ্যমে যুক্ত হবেন
• কোচবিহার, আলিপুর দুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি-ডাবগ্রাম-ফুলবাড়ি,
• দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম হয়ে ২৫ জুন সাগরে পৌঁছবেন

Breaking the closed doors of power, we’ve stayed true to our ethos of Ma-Mati-Manush.
With Hon’ble Chairperson @MamataOfficial as my inspiration, I’ve launched #TrinamooleNaboJowar, a campaign envisioned to usher in a new wave of progress & development at the grassroots. (1/2) pic.twitter.com/a4X2T4iE7P
— Abhishek Banerjee (@abhishekaitc) April 20, 2023
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট করে দেন, তাঁরা কংগ্রেসের মতো পায়ে হেঁটে বাংলা ঘুরবেন না। সেটা ২ মাসে করা সম্ভব নয়। তাঁরা পঞ্চায়েত স্তরে মানুষের সঙ্গে কথাবার্তা বলে বোঝার চেষ্টা করবে, প্রার্থী হিসেবে কাকে চাইছেন সাধারণ মানুষ। সেটাই আমাদের মূল লক্ষ্য। এমন প্রার্থী চাই, যিনি রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে উঠে সারাবছর ধরে মানুষের জন্য কাজ করবেন।

Advancing #TrinamooleNaboJowar, I will embark on a two-month Jono Sanjog Yatra, connecting with people across Bengal.
We will also take representative democracy one step ahead by asking people, through Gram Banglar Motamot, to recommend their preferred PRI candidates. (2/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) April 20, 2023