ফের পুলিশের মানবিক মুখ, ৭৫ এর বৃদ্ধাকে ঘরে ফেরাল চন্দননগর থানা

এবার পুলিশের মানবিক মুখ দেখা গেল চন্দননগর। দিন কয়েক আগে  চন্দননগর ও ভদ্রেশ্বর থানায় একটি মিসিং ডায়েরি হয়। এরপরই  নড়েচড়ে বসে পুলিশ। চন্দননগর ২০ নং ওয়ার্ড এর বাসিন্দা  ৭৫ বছরের বৃদ্ধা নীলা আচার্য পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন।এরপর দুই মেয়ে মালতি ও আরতি এবং ছেলে ধনঞ্জয় কোথাও খুঁজে না পেয়ে থানায় মিসিং ডায়েরি করে।পুলিশ ছবি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পাঠায়।

সেই ছবি দেখে শেখর নামে একজন পুলিশকে জানায় , এই বৃদ্ধা চন্দননগর ১৮ নং ওয়ার্ডে ঘোরাঘুরি করছেন।এই খবর শুনে দ্রুত ছুটে যান পুলিশ অফিসার রাহুল বাবু।বুধবার রাতেই ওই বৃদ্ধাকে টোটোয় চাপিয়ে তার বাড়িতে পাঠান। সঙ্গে ছিল মেয়ে।

বাড়ির লোকজন এ ব্যাপারে কোনও কথা বলতে না চাইলেও , কেন তিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বা কোনো রকম অত্যাচার করা হত কিনা তদন্ত করছে চন্দননগর থানা।পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি  স্থানীয়রা।

 

Previous articleতীব্র গরমে ২ মাস রাস্তায় থাকব: জনসংযোগ যাত্রার কর্মসূচি বিস্তারিত জানালেন অভিষেক
Next articleনিউবার্গ ডায়াগনস্টিকসের পরিসর বৃদ্ধি, ভরসা জোগাচ্ছে ২০ ল্যাব এবং ২০০ কালেকশন সেন্টার