Wednesday, November 12, 2025

মানুষের পছন্দের প্রার্থী ‘অ-তৃণমূল’ হলে কী করবে শাসক দল? উত্তরে যা বললেন অভিষেক

Date:

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগামী দু’মাস কলকাতার বাইরে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য, নিবিড় জনসংযোগ। যেখানে দলের ঊর্ধ্বে উঠে তৃণমূল সঙ্গে সাধারণ মানুষের একাত্ম হতে চায়। নতুন এই কর্মসূচির নাম তৃণমূলে নব জোয়ার। অভিষেক নিজে গ্রামে গ্রামে ঘুরে মানুষের মতামত নেবেন। অভাব-অভিযোগ-চাহিদার কথা শুনবেন। যেখানে গোপন ব্যালটে মানুষে পছন্দের প্রার্থীর নাম জানাতে পারবেন গ্রামবাসীরা। তাঁদের পছন্দের সেই প্রার্থীকেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি ক্ষেত্রে প্রার্থী করবে তৃণমূল।

কিন্তু সেই পছন্দের প্রার্থী যদি বিরোধী কোনও দলের হয়? তাতেও কোনও সমস্যা নেই বলেই জানালেন অভিষেক।
বিষয়টি ঠিক কী? ভোটের আগে জনসংযোগ কর্মসূচি হিসেবে আজ, বৃহস্পতিবার ‘তৃণমূলে নব জোয়ার’-এর কথা ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরবেন তিনি। শুনবেন মানুষের সমস্যা-সমাধান। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়েও বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করেন অভিষেক। জানান, গ্রাম সফরে গিয়ে যে এলাকায় যাবেন অভিষেক, সেখানে গোপন ব্যালটে ভোটদানের ব্যবস্থা করা হবে। গ্রামের যে কেউ, যে কোনও দলের সমর্থক ওই ভোটে অংশ নিতে পারবেন। জানাতে পারবেন, পঞ্চায়েত ভোটে তাঁর পছন্দের প্রার্থীর নাম। অভিষেক স্পষ্ট জানান, ভোটদাতার নাম গোপন রাখা হবে।

এই জায়গা থেকেই প্রশ্ন ওঠে, গোপন ব্যালটে যদি বাম, বিজেপি বা কংগ্রেস অর্থাৎ বিরোধী দলের কাউকে প্রার্থী করার কথা বলেন সাধারণ মানুষ, সেক্ষেত্রে কী করবে তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এলাকার মানুষ যদি বিরোধী দলের কাউকে পছন্দ করেন সেক্ষেত্রে অভিষেক নিজে তাঁর সঙ্গে কথা বলবেন, তাঁকে তৃণমূলের হয়ে লড়াই করার আর্জি জানাবেন। অর্থাৎ অভিষেক এদিন স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, দল নয় এবার পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের দায়িত্বে জনতা জনার্ধনের।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version