Monday, November 10, 2025

“এসব বলে ধৃ.তদের বেশিদিন আটকে রাখা যাবে না”! ফের আদালতের ভর্ৎ.সনার মুখে সিবিআই

Date:

ফের তদন্ত প্রক্রিয়া নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ আদালতে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, শান্তিপ্রসাদ সিনহাদের পেশ করা হয়। আর এদিনের শুনানি চলাকালীন বিচারক সিবিআইয়ের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনারা দীর্ঘদিন বলে আসছেন, অজানা মানুষদের কথা। তাঁদের সঙ্গে নাকি ধৃতদের প্রত্যক্ষ যোগাযোগ আছে। নিয়োগ দুর্নীতিতে তাঁরা পর্দার পিছনে থেকে কাজ করেছেন। কিন্তু তাঁরা কারা? অবিলম্বে জানাতে হবে আদালতকে। এসব কথা বলে বেশিদিন ধৃতদের আটকে রাখতে পারবেন না!

তবে এখানেই থেমে থাকেননি বিচারক। তিনি আরও বলেন, আপনারা গ্রাউন্ডে গিয়ে এখনও কেন তদন্ত করছেন না? কবে সেটা করবেন, তাও জানতে চান বিচারক। এরপরই এদিন বিচারপতির কাছে কেস ডায়েরি জমা দেন সিবিআইয়ের আইনজীবী। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, আপনি এই কেস ডায়েরির এক নম্বর পাতায় যে নামগুলো আছে সেগুলো একবার দেখুন। আমরা সেইসব নাম প্রকাশ্য আদালতে বলতে পারব না! তবে এদিন কেস ডায়েরি পাওয়ার পর বিচারক তাতে নজর দেন। সিবিআইয়ের আইনজীবী জানান, এমন কিছু এমন নাম আছে যা আদালতে মুখে বলা যাবে না। তবে শুধু নিয়োগ দুর্নীতিই নয়, এর আগেও একাধিক মামলায় এই ধরনের যুক্তি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এদিন বিচারককে সিবিআই-র আইনজীবী জানান, যেহেতু নিয়োগ দুর্নীতির ব্যপ্তি বিরাট, তাই সবটা গুছিয়ে আনতে সময় লাগছে। কিন্তু তাঁরা তদন্তের মধ্যেই আছেন।

তবে সিবিআই আইনজীবীর এমন মন্তব্য শুনেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তাহলে কী শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করেই তদন্ত চালানো হচ্ছে? জোর করে মামলা টেনে নিয়ে কী প্রমাণের চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? এবার আসল মাথাদের সামনে নিয়ে আসা হোক। এভাবে কতদিন মামলা টেনে নিয়ে যাওয়া যেতে পারে? আগেই একাধিকবার সিবিআইয়ের তদন্ত নিয়ে এর আগেও নিম্ন আদালতের বিচারক, হাইকোর্টের বিচারপতিরা প্রশ্ন তুলেছিলেন। অসন্তোষও প্রকাশ করেছিলেন ভরা এজলাসে। ফের নিয়োগ দুর্নীতি মামলায় পুখ পুড়ল সিবিআই-র।

 

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version