Monday, August 25, 2025

‘সারপ্রাইজ নয়, মোটিভেশনাল ভিজিট’! সংস্কৃত বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পর জানালেন রাজ্যপাল

Date:

সংস্কৃত বিশ্ববিদ্যালয় (Sanskrit University) পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। বৃহস্পতিবার সকালে আচমকাই রাজ্যপাল পৌঁছে যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। বেলা ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এদিন মূলত বিশ্ববিদ্যালয়ের কী কী সমস্যা আছে তার খোঁজখবর নিতেই রাজ্যপাল কথা বলেন উপাচার্য ও অন্যান্য অধ্যাপক ও কর্মীদের সঙ্গে। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল স্বয়ং।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসতেন, সেখানে গিয়ে কিছুক্ষণ বসেন তিনি। প্রণাম করেন বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) মূর্তিতেও। এরপরই ঘরটির সংরক্ষণ এবং আধুনিকীকরণের প্রয়োজন আছে বলেও জানান রাজ্যপাল। এছাড়াও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী লাইব্রেরির (Library) আধুনিকীকরণের যে কাজ চলছে, সেই কাজও এদিন সরজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল। সূত্রের খবর, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি (Governing Body) তৈরি করার নিয়ম নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে উপাচার্যের। উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় জানান, রাজ্যপাল সব ঘুরে দেখেছেন। ঐতিহ্যবাহী লাইব্রেরির কাজ সুষ্ঠভাবে করতে কমিটি গঠন করার কথাও বলেছেন। ২০২৪-এ ২০০ বছর পূর্তি হবে এই বিশ্ববিদ্যালয়ের। সে ব্যাপারেও এদিন আলোচনা হয়েছে।

তবে এদিন রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, এটা সারপ্রাইজ ভিজিট নয়, মোটিভেশনাল ভিজিট। বিশ্ববিদ্যালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সমস্যাগুলোকে চিহ্নিত করে দ্রুত সমাধানের বিষয়ে কথা হয়েছে। রাজ্যপাল আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগর বসতেন। আমি মনে করি এখান থেকেই রেনেসাঁ শুরু হয়েছিল। আগামীদিনে ফের এই বিশ্ববিদ্যালয়ে আসবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।

 

 

 

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version