Friday, November 14, 2025

বিতর্কের মাঝেই পাওয়ারের বাড়িতে আদানি, চলল দীর্ঘ বৈঠক

Date:

হিন্ডেনবার্গ বিতর্কের মাঝেই জাতীয় রাজনীতিতে শোরগোল হঠাৎ এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ারের(Sharad Pawar) বাড়িতে উপস্থিত হলেন গৌতম আদানি(Gautam Adani)। বৃহস্পতিবার পাওয়ারের মুম্বইয়ের(Mumbai) বাড়িতে প্রায় দু’ঘণ্টার বৈঠক হল দুজনের। স্বাভাবিকভাবেই এই বৈঠককে ঘিরে জাতীয় রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে। দীর্ঘ বৈঠকে কী বিষয়ে দুজনের কথা হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

হিন্ডেনবার্গ রিপোর্ট (Hindenberg Report) প্রকাশ্যে আসার পর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবীতে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। গোটা বিরোধী শিবির আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি (JPC) গড়ে তদন্তের দাবি জানিয়েছে। এদিকে মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেসের জোট থাকলেও আদানি ইস্যুতে কংগ্রেসের বিপরিত মেরুতে অবস্থান করছেন শরদ পাওয়ার। যার জেরে কংগ্রেস ও এনসিপির মধ্যে সম্প্রতি বাকযুদ্ধও চলে। ঠিক এই সময়েই আদানি ও পাওয়ারের সাক্ষাত বিরোধী জোটে চিড় হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, পওয়ারের (Sharad Pawar) সঙ্গে আদানিদের ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। গৌতম আদানি যেমন মোদি ঘনিষ্ঠ তেমন পওয়ারেরও ঘনিষ্ঠ। এমনকী ক’দিন আগেও গুজরাটে আদানিদের অতিথেয়তা গ্রহণ করেছেন পওয়ার। বিরোধীদের আন্দোলনেও অংশ নেয়নি তাঁর দল। পাওয়ার স্পষ্ট জানান, আদানিদের অহেতুক টার্গেট করা হচ্ছে। এভাবে বাইরের কারও দাবির উপর উপর ভিত্তি করে দেশের অন্দরে কোনওরকম অস্থিরতা কাম্য নয়। যা আগেই অস্বস্তিতে ফেলেছে বিরোধীদের। এরপর আদানির সঙ্গে শিবিরের অন্যতম মুখ শরদ পওয়ারের এই বৈঠক নিশ্চিতভাবেই বিতর্ক আরও বাড়িয়ে তুলল।

Related articles

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...
Exit mobile version