Monday, August 25, 2025

হিন্ডেনবার্গ বিতর্কের মাঝেই জাতীয় রাজনীতিতে শোরগোল হঠাৎ এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ারের(Sharad Pawar) বাড়িতে উপস্থিত হলেন গৌতম আদানি(Gautam Adani)। বৃহস্পতিবার পাওয়ারের মুম্বইয়ের(Mumbai) বাড়িতে প্রায় দু’ঘণ্টার বৈঠক হল দুজনের। স্বাভাবিকভাবেই এই বৈঠককে ঘিরে জাতীয় রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে। দীর্ঘ বৈঠকে কী বিষয়ে দুজনের কথা হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

হিন্ডেনবার্গ রিপোর্ট (Hindenberg Report) প্রকাশ্যে আসার পর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবীতে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। গোটা বিরোধী শিবির আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি (JPC) গড়ে তদন্তের দাবি জানিয়েছে। এদিকে মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেসের জোট থাকলেও আদানি ইস্যুতে কংগ্রেসের বিপরিত মেরুতে অবস্থান করছেন শরদ পাওয়ার। যার জেরে কংগ্রেস ও এনসিপির মধ্যে সম্প্রতি বাকযুদ্ধও চলে। ঠিক এই সময়েই আদানি ও পাওয়ারের সাক্ষাত বিরোধী জোটে চিড় হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, পওয়ারের (Sharad Pawar) সঙ্গে আদানিদের ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। গৌতম আদানি যেমন মোদি ঘনিষ্ঠ তেমন পওয়ারেরও ঘনিষ্ঠ। এমনকী ক’দিন আগেও গুজরাটে আদানিদের অতিথেয়তা গ্রহণ করেছেন পওয়ার। বিরোধীদের আন্দোলনেও অংশ নেয়নি তাঁর দল। পাওয়ার স্পষ্ট জানান, আদানিদের অহেতুক টার্গেট করা হচ্ছে। এভাবে বাইরের কারও দাবির উপর উপর ভিত্তি করে দেশের অন্দরে কোনওরকম অস্থিরতা কাম্য নয়। যা আগেই অস্বস্তিতে ফেলেছে বিরোধীদের। এরপর আদানির সঙ্গে শিবিরের অন্যতম মুখ শরদ পওয়ারের এই বৈঠক নিশ্চিতভাবেই বিতর্ক আরও বাড়িয়ে তুলল।

Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...
Exit mobile version