Tuesday, August 26, 2025

ভারত মাদকমুক্ত হবে ২০৪৭ সালে, রাজ্যগুলিকে লড়াইয়ে নামার ডাক শাহের

Date:

মাদক(Drugs) ও চোরাচালানের বিরুদ্ধে এবার কোমর বেধে লড়াইয়ে নামতে চলেছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। বুধবার এক কর্মসূচিতে উপস্থিত হয়ে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shaha) জানান, “২০৪৭ সালের মধ্যে ভারত মাদকমুক্ত দেশ হয়ে উঠবে।” এই কাজ নির্ধারিত সময়ে শেষ করাই এখন স্বারাষ্ট্রমন্ত্রকের অগ্রাধিকার বলে জানান শাহ। এবং সকল রাজ্যকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, “রাজনীতির ঊর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে এই লড়াইটা করা উচিত। কোন রাজ্যে কোন দলের সরকার আছে, তা মাথায় না রেখে সকলের এই বিষয়ে অনমনীয় নীতি নিয়ে এগোনো উচিত।” পাশাপাশি মাদক বিরোধী লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফল্য তুলে ধরে তাঁকে বলতে শোনা যায়, ২০২২ সালের জুন মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৬ লক্ষ কেজি মাদক আটক করা হয়েছে। ৭০০০ কোটি টাকার মাদক পুড়িয়ে ফেলে নষ্ট করা হয়েছে।

একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তদন্তে পদ্ধতিগত ভুলের জন্য অনেক দেশ মাদকের বিরুদ্ধে লড়তে পারেনি। মাদকের ক্রেতা এবং বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই পদক্ষেপ করার পরামর্শ দিয়ে শাহ বলেন, “কারও কাছে যদি এক প্যাকেটও মাদক পাওয়া যায়, তবে সেই মাদক সে কোথায় পেল, তার উৎস সন্ধান করতে হবে।”

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version