বাংলায় রেকর্ড গরম! বিশ্বের উষ্ণতম স্থানের মধ্যে সপ্তমে বাঁকুড়া

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এখনও যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী দিন সত্যি ভয়ং.কর হয়ে উঠতে চলেছে।

বাংলা জুড়ে গরমের (Heat Wave in Bengal) দাপট অব্যাহত। মৌসম ভবন (IMD) আগেই জানিয়েছিল এবছর গরমের যাবতীয় পুরনো রেকর্ড ভাঙতে চলেছে। ঠিক সেই আশ.ঙ্কাই সত্যি হল। এমনিতেই বাংলার প্রতিটি জেলায় যেভাবে চল্লিশের উপরে তাপমাত্রার পারদ চড়েছিল, তাতে মনে করা হচ্ছিল যে এই বছর বোধহয় বিশ্ব রেকর্ড তৈরি হবে।আর সেটাই সত্যি হল! গত ২৪ ঘণ্টার আবহাওয়ার (Weather Update) নিরিখে বিশ্বের উষ্ণতম শহরের (warmest city) তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিল বাংলার বাঁকুড়া (Bankura)।

যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রথম দুই স্থানে রয়েছে মায়ানমারের চাউক এবং নিয়াউং। বিশ্বব্যাপী বাড়তে থাকা গরমের দাবদাহের নিরিখে এই রিপোর্ট তুলে ধরেছে এলডোরাডো ওয়েদার ওয়েবসাইট (Eldorado Weather Website)। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে গতকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে বাঁকুড়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি। চাউক এবং নিয়াউং-তে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা পারদ ছুঁয়েছে ৪৫°। এলডোরাডো ওয়েদার ওয়েবসাইট বৃহস্পতিবার বিশ্বজুড়ে সমীক্ষা নিরিখে উষ্ণতম শহরের তালিকা প্রকাশ করেছে। তৃতীয় স্থানে নাইজেরিয়ার সোরাও, সেখানে তাপমাত্রার পারদ ৪৪.৬ ডিগ্রি। চতুর্থ স্থানে রয়েছে এলাহাবাদ (৪৪.৫ ডিগ্রি)। পঞ্চমে বারিপোদা , তাপমাত্রা ৪৪. ৫ ডিগ্রি। ভারতের খাজুরাহো এবং জামশেদপুরের নাম রয়েছে এই তালিকায়। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এখনো যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী দিন সত্যি ভয়ংকর হয়ে উঠতে চলেছে।

 

Previous articleপাঞ্জাবকে ১৭৫ রানের টার্গেট বেঙ্গালুরুর
Next article৩ মাসের মধ্যে পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের