Saturday, August 23, 2025

গ্রেনেডের আঘাতেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে একটি সেনার গাড়িতে আগুন ধরে যায়।ঘটনাস্থলেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ৫ সেনা কর্মীর। বৃহস্পতিবারের এই ঘটনাকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে করা হলেও, সেনা বাহিনীর তরফে বিবৃতি জারি করে জানানো হল যে দুর্ঘটনা নয়, নাশকতামূলক হামলা চালানো হয়েছে।

সেনা বাহিনী সূত্রে জানা গিয়েছে,পুঞ্চের মান্ধার এলাকায় সেনার গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। বিস্ফোরণের জেরে গাড়িতে আগুন ধরে যায়, বিস্ফোরণের আঘাতে ও অগ্নিদ্বগ্ধ হয়ে পাঁচ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এই হামলার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । রাতেই সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে তাঁকে গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান।  এই হামলার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-কে।

হামলার পরেই এলাকা ঘিরে শুরু হয় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান। গুরুতর আহত এক জওয়ানকে পাঠানো হয়েছে হাসপাতালে। তিনি এখন চিকিৎসাধীন। তবে প্রথমে বিষয়টিকে ‘জঙ্গি হামলা’ বলে চিহ্নিত করেনি সেনা। পরে উত্তরাঞ্চলীয় কমান্ডের তরফে জানানো হয়, নিহত জওয়ানরা হলেন হাবিলদার মনদীপ সিং, ল্যান্সনায়েক দেবাশিস বসওয়াল, ল্যান্সনায়েক কুলবন্ত সিং, সিপাহি হরকিসান সিং এবং সিপাহি সেবক সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ নিহত জওয়ানদের পরিবারকে শোকবার্তা পাঠিয়েছেন জম্মু-কাশ্মীরের পিপলস ডেমোক্রাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীও নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান এবং হামলার তীব্র নিন্দা করেছেন।

 

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version