Friday, July 4, 2025

নবান্নে ডিএ বৈঠক নিষ্ফলা, ৬ মে কলকাতায় মহামিছিলের ডাক যৌথ মঞ্চের

Date:

নবান্নে(Nabanna) দীর্ঘ বৈঠকেও মিলল না রফাসূত্র। শুক্রবার বৈঠক শেষে বাইরে বেরিয়ে নবান্নের প্রতিনিধিরা জানালেন “বৈঠক পুরোপুরি ব্যর্থ।” এই ‘নিস্ফলা’ বৈঠকের পর আগামী ৬ মে কলকাতায়(Kolkata) মহামিছিলের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ(Sangrami Joutha Mancha)।

এদিন নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন সরকারের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং অর্থসচিব। মহার্ঘ ভাতা প্রসঙ্গে এই বৈঠকে রাজ্যসরকারের(State Govt) তরফে জানানো হয়, সংস্থান হলে বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে। তবে আন্দোলনকারীদের দাবি, সরকারের কাছে যথেষ্ট তহবিল থাকলেও ডিএ নিয়ে গড়িমসি করা হচ্ছে। এপ্রসঙ্গে বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “রাজ্যের তরফে সব বিষয়ে কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখার কথা বলা হয়েছে। কিন্তু আমরা তথ্য দিয়ে দেখিয়েছি, রাজ্যে তহবিলের অভাব নেই।” এরপরই বকেয়া ডিএর দাবি আরও জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ভাস্কর ঘোষ। আগামী ৬ মে কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বকেয়া ডিএ মেটানোর পাশাপাশি শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিও তুলেছেন মঞ্চের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ডিএ নিয়ে রাজ্য কর্মচারী সংগঠনক এবং রাজ্যকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ১০ দিনের মধ্যে বৈঠক ডাকতে হবে রাজ্যকে।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version