Monday, August 25, 2025

দীর্ঘদিন ধরে আন্দোলন করার পর এবার কি সরকারের (Government) দৃষ্টি আকর্ষণের জন্য নয়া পন্থা অবলম্বন করলেন চাকরিপ্রার্থীরা? নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) বিরোধিতা করে এবং যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে শুক্রবার রাজভবন অভিযানের (Rajbhawan Abhijan) ডাক দিয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Grp D Jobseekers)। সেখানেই এমন এক কাণ্ড ঘটালেন তাঁরা যা কিছুটা অনভিপ্রেত ছিল। রাজভবনের পথে এগিয়ে যাওয়ার জন্য পায়ে হেঁটে নয় হামাগুড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। যদিও কিছুটা পথ এগোতেই পুলিশ তাঁদের পথ আটকায় এবং গাড়ি করে আন্দোলনকারীদের রাজভবনে (Rajbhawan) পৌঁছে দেয়।

দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলনকারীদের ১১টি সংগঠন একসঙ্গে রাজভবন অভিযানের ডাক দিয়েছিল। সেইমতো শুক্রবার তাঁরা কর্মসূচি শুরু করেন। প্রাথমিক, উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক, সব স্তরের চাকরি প্রার্থীরাই এদিন রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর উদ্যোগ নেন। গান্ধী মূর্তির পাদদেশে ৭৬৮দিন ধরে আন্দোলন করছেন তাঁরা। মামলার পর মামলা হয়েছে, তারপরও সুরাহা হয়নি তাঁদের। তাই এবার নিজেরাই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু হামাগুড়ি কেন? তাঁরা বলছেন শিরদাঁড়া ভেঙে গেছে , তাই আর উঠে দাঁড়াবার সামর্থ্য নেই। আন্দোলনকারীরা বলছেন যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা নিয়োগ থেকে বঞ্চিত। দ্রুত নিয়োগের দাবির পাশাপাশি তাঁরা এদিন নিজেদের সম্মান ফিরে পাওয়ার দাবিও তোলেন। তাঁরা বলেন, “আমরা রাস্তায় হেঁটে, হামাগুড়ি দিয়েই রাজভবনে পৌঁছতে চেয়েছিলাম। পুলিশ আমাদের তুলে নিল।” পরে তাঁদের রাজভবতনে পৌঁছে দেয় পুলিশ। রাজ্যপালের হস্তক্ষেপ ছাড়া কোনও সুরাহা সম্ভব নয় বলেই মত চাকরিপ্রার্থীদের।

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version