Sunday, November 16, 2025

দীর্ঘদিন ধরে আন্দোলন করার পর এবার কি সরকারের (Government) দৃষ্টি আকর্ষণের জন্য নয়া পন্থা অবলম্বন করলেন চাকরিপ্রার্থীরা? নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) বিরোধিতা করে এবং যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে শুক্রবার রাজভবন অভিযানের (Rajbhawan Abhijan) ডাক দিয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Grp D Jobseekers)। সেখানেই এমন এক কাণ্ড ঘটালেন তাঁরা যা কিছুটা অনভিপ্রেত ছিল। রাজভবনের পথে এগিয়ে যাওয়ার জন্য পায়ে হেঁটে নয় হামাগুড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। যদিও কিছুটা পথ এগোতেই পুলিশ তাঁদের পথ আটকায় এবং গাড়ি করে আন্দোলনকারীদের রাজভবনে (Rajbhawan) পৌঁছে দেয়।

দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলনকারীদের ১১টি সংগঠন একসঙ্গে রাজভবন অভিযানের ডাক দিয়েছিল। সেইমতো শুক্রবার তাঁরা কর্মসূচি শুরু করেন। প্রাথমিক, উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক, সব স্তরের চাকরি প্রার্থীরাই এদিন রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর উদ্যোগ নেন। গান্ধী মূর্তির পাদদেশে ৭৬৮দিন ধরে আন্দোলন করছেন তাঁরা। মামলার পর মামলা হয়েছে, তারপরও সুরাহা হয়নি তাঁদের। তাই এবার নিজেরাই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু হামাগুড়ি কেন? তাঁরা বলছেন শিরদাঁড়া ভেঙে গেছে , তাই আর উঠে দাঁড়াবার সামর্থ্য নেই। আন্দোলনকারীরা বলছেন যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা নিয়োগ থেকে বঞ্চিত। দ্রুত নিয়োগের দাবির পাশাপাশি তাঁরা এদিন নিজেদের সম্মান ফিরে পাওয়ার দাবিও তোলেন। তাঁরা বলেন, “আমরা রাস্তায় হেঁটে, হামাগুড়ি দিয়েই রাজভবনে পৌঁছতে চেয়েছিলাম। পুলিশ আমাদের তুলে নিল।” পরে তাঁদের রাজভবতনে পৌঁছে দেয় পুলিশ। রাজ্যপালের হস্তক্ষেপ ছাড়া কোনও সুরাহা সম্ভব নয় বলেই মত চাকরিপ্রার্থীদের।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version