Sunday, November 16, 2025

আর্থিক তছরুপের অভিযোগ! যৌথ মঞ্চ থেকে সমর্থন প্রত্যাহার ইউনিটি ফোরামের

Date:

কেন্দ্রীয় হারে ডিএ’র(DA) দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের(Sangrami Joutha Mancha) আওতায় দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মীদের একাধিক সংগঠন। এবার সেই মঞ্চে এলো বড়সড় ধাক্কা। আর্থিক তছরুপের অভিযোগে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যাবতীয় সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল ইউনিটি ফোরাম। সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তুলেছেন ইউনিটি ফোরামের(Unity Forum) আহ্বায়ক দেবপ্রসাদ হালদার।

গোটা ঘটনায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন দেবপ্রসাদ হালদার। তিনি বলেন, “সেখানে এখন একনায়কতন্ত্র চলছে। সরকারি কর্মচারিরা টাকা দিয়েছে DA পাওয়ার জন্য। এর দু’টি পন্থা-রাস্তায় নেমে আন্দোলন এবং সুপ্রিম কোর্টে লড়াই করা। সুপ্রিম কোর্টে DA মামলার দিকে সকলেই তাকিয়ে রয়েছে। কারণ সেখানে কোনও সিদ্ধান্ত না হলে সরকার DA আন্দোলন নিয়ে কোনও উদ্যোগ করবে না। ৮০-৮৫ দিন ধরে যে আন্দোলন চলছে তা পণ্ডশ্রম।” শুধু তাই নয়, আর্থিক তছরুপের অভিযোগ তোলায় দেবপ্রসাদ বাবুকে, মারধোর ও খুনের হুমকি দেন ভাস্কর ঘোষ(কনভেনার) ও শৈবাল সরকার (ট্রেজারার)। এই ঘটনায় রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের ও ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ করে ফোরামের দেবপ্রসাদ হালদার বলেন, তছরুপের প্রতিবাদ করতেই আহ্বায়ক পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ফোরাম আহ্বায়কের দাবি, ধীরে ধীরে যৌথ মঞ্চ থেকে আরও অনেক সংগঠন বেরিয়ে আসবে। আবার কারও দাবি, যৌথ মঞ্চ আসলে ‘বিজেপি ঘনিষ্ঠ’। সবমিলিয়ে এবার টালমাটাল পরিস্থিতি তৈরি হল যৌথমঞ্চে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version