Monday, May 12, 2025

২০১৯ সালে ৩৭০ ধারা প্রত্যাহারের পর কেন্দ্রের মোদি সরকারের(Modi Govt) দাবি ছিল শান্তি ফিরেছে উপত্যকায়। তবে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) বাস্তব ছবিটা বলছে রীতিমতো ‘রক্তস্নাত উপত্যকা’। একের পর এক জঙ্গি হামলায় ভূস্বর্গে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে চলছে সেনা(Indian Army) অভিযান। শেষ à§« বছরে উপত্যকায় মৃত্যু মিছিলের যে তালিকা প্রকাশ্যে আনা হয়েছে তা দেখলে চমকে উঠতে হয়।

পুলওয়ামার পর এই পাঁচ বছরে জম্মু-কাশ্মীরে কত জঙ্গি হামলা হয়েছে, কত জঙ্গি খতম হয়েছে, কত জন জওয়ান নিহত হয়েছেন, ২০২২ সালের জুলাইয়ে লোকসভার বাদল অধিবেশনে এক প্রশ্নের জবাবে তার একটা খতিয়ান দিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি দাবি করেন, ২০১৯ সালের পর জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার সংখ্যা অনেকটাই কমেছে। তিনি যে খতিয়ান দিয়েছেন, সেখানে বলা হয়েছে, ২০১৮ সালে ৪১৭টি জঙ্গি হামলা হয়েছে। সেখানে ২০২১ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২৯। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, ২০১৯ সালে সেনা অভিযানে ১৫৪ জঙ্গির মৃত্যু হয়। শহিদ হন ৮০ জওয়ানও। ২০২০ সালে জম্মু-কাশ্মীরে ২৪৪টি জঙ্গি হামলা হয়। তার মধ্যে ২২১ জন জঙ্গির মৃত্যু হয়। শহিদ হন ৬২ জন জওয়ান। আহত হয়েছিলেন ১০৬ জওয়ান। এছাড়াও এই সব হামলার ঘটনায় ৩৭ জন সাধারণ নাগরিক নিহত হন, আহত হন ১১২ জন।

পাশাপাশি ২০২২ সালে ২৪২টি জঙ্গি হামলায় ১৭২ জঙ্গির মৃত্যু হয়। আর সেই হামলায় ৩১ জওয়ান এবং ৩০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন। সব মিলিয়ে গত ৫ বছরে ১০৬৭ জঙ্গি হামলায় ১৮২ জওয়ান শহিদ হয়েছেন! খতম হয়েছে ৭২৯ জঙ্গি।

Related articles

দুর্ভাগ্যজনক! জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা: স্পষ্ট জানাল ভারতীয় সেনাবাহিনী

এটা দুর্ভাগ্যজনক যে, জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে। আমরা তার...

অভিনব উদ্যোগ রাজ্য পুলিশের, সোশ্যাল প্ল্যাটফর্মে ক্রাইম থ্রিলার

রাজ্য পুলিশ(Wb Police) প্রতিদিন নানা ধরনের অপরাধের কিনারা করছে আবার অনেক ক্ষেত্রে কিনারা করা একপ্রকার অসম্ভব হয়ে ওঠে।...

চিনের মিসাইল-ড্রোনেই ভারতে হামলা পাকিস্তানের: তথ্য পেশ ভারতীয় সেনার

প্রতিরক্ষায় পাকিস্তান যে পুরোপুরিভাবে চিনের উপর নির্ভরশীল ফের একবার প্রমাণ করে দিল ভারতীয় সেনা (Indian Army)। আকাশপথে ভারতের...

ছত্তিশগড়ে ট্রেলার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, শোক প্রকাশ রাষ্ট্রপতির

ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশিরভাগই শিশু ও...
Exit mobile version