সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আগামী সেপ্টেম্বর মাসে ভারত(India) সফরে আসতে চলেছেন আমেরিকার(America) প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)। জি ২০ সম্মেলনে(G20 Summit) যোগ দিতে প্রথমবার ভারতে আসবেন বাইডেন। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছেন মধ্য ও দক্ষিণ এশিয়া সংক্রান্ত আমেরিকার সহকারী সচিব ডোনাল্ড লু। তিনি বলেন, “ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ২০২৩ সালটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী কয়েক মাসে আর কী কী হয় তা নিয়ে আমরাও উৎসাহিত।”

চলতি জি ২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। দেশের প্রায় প্রতিটি রাজ্যে হচ্ছে একের পর এক বৈঠক। আর সেই বৈঠকে যোগ দিতেই ভারত সফরে আসছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের প্রথম এই ভারত সফর কূটনীতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট নন, চলতি বছর ভারতে আসছেন বিদেশ সচিব টনি ব্লিঙ্কেন, অর্থ সচিব জ্যানেট ইয়েলেন ও বাণিজ্য সতিব গিনা রাইমন্ডো। ফলে বিভিন্ন প্রেক্ষিতে দু’দেশের সম্পর্ক মজবুত হওয়ার সুযোগ রয়েছে চলতি বছর। সস্তায় তেল কেনা নিয়ে রাশিয়া-ভারতের সম্পর্ক নতুন করে মজবুত হয়েছে। তবে চিন-রাশিয়া-ইরান চিন্তা বাড়াচ্ছে নয়াদিল্লির। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিঃসন্দেহে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।