Sunday, May 4, 2025

বাড়ল দৈনিক কাজের সময়সীমা! তামিলনাড়ু বিধানসভায় পাশ বিল, শুরু জোর চর্চা

Date:

আর ৮ ঘণ্টা নয়, এবার দৈনিক কাজের সময় বেড়ে দাঁড়াল ১২ ঘণ্টা। শুক্রবার এই সংক্রান্ত একটি বিল পাশ হল তামিলনাড়ু বিধানসভায় (Tamil Nadu Assembly)। ১৯৮৪ সালের শ্রম আইনের (Workers Law) সংশোধন চেয়েই বিলটি পাশ করা হয়েছে। যেখানে দৈনিক কাজের সময় ৮ থেকে বেড়ে ১২ ঘন্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে বিধানসভায় বিলটি পেশ করা হয়। শুক্রবার বিধানসভা অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি জানান, শ্রমমন্ত্রী সিভি গণেশন। তিনি সাফ জানান, সংশোধিত ১২ ঘণ্টা দৈনিক কাজের সময়সীমা সেই সমস্ত সংস্থা এবং কারখানাগুলিতে কার্য(CV Ganeshan) কর হবে, যেখানে শ্রমিকরা এই বিষয়টিকে মান্যতা দেবেন। জোর করে এই সময়সীমা শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়া যাবে না।

তবে শ্রমমন্ত্রী আরও জানিয়েছেন, বিলটি সাপ্তাহিক ছুটি এবং অতিরিক্ত মজুরির ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না। তবে এই সংশোধনী আরও বেশি করে শিল্পের মানোন্নয়ন ঘটাবে। তবে শুধু কাজের সময় বাড়ানই নয়, আগে ভালো করে দেখতে হবে ফ্যাক্টরিতে শ্রমিকদের নিরাপত্তা কোন পর্যায়ে রয়েছে। আর তারপরই তা অনুমোদন পাবে। তবে বিলটির বিরোধিতায় ইতিমধ্যে সরব ক্ষমতাসীন ডিএমকে (DMK) সহ সিপিআই (CPI), সিপিআইএম (CPIM), কংগ্রেস (Congress), এমডিএমকে (MDMK)। তবে এদিন বিলের বিরোধিতায় তুমুল হইচই শুরু হয় বিধানসভার অন্দরে। তারপরই বিজেপি (BJP) এবং পিএমকের (PMK) মতো বিরোধী দলগুলি হাউস থেকে ওয়াক আউট (Walk Out) করে।

উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে, কর্ণাটক বিধানসভাতেও (Karnataka Assembly) ফ্যাক্টরিস সংশোধন বিল, ২০২৩ পাশ করানো হয়। রিপোর্ট অনুসারে, ২০২০ সালের মে মাসে, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, অসম, পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ সহ ১০টিরও বেশি রাজ্য শ্রম আইন সংশোধন করার প্রস্তাব করেছিল। এরপর কেন্দ্রীয় সরকার দৈনিক কাজের সময়সীমা বাড়িয়ে ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার নির্দেশ জারি করে, কিন্তু ২০২০ সালের মে মাসে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

 

 

 

Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version