Tuesday, August 26, 2025

নীরবের ফ্ল্যাট বাজেয়াপ্ত করে বিপাকে ED, বিস্তর খরচ দেখভালের

Date:

বিলাসবহুল ফ্ল্যাটের দেখভালের খরচ বিপুল। যার জেরেই নাজেহাল ইডি(ED)। ব্যাংক প্রতারণা মামলায় অভিযুক্ত পলাতক নীরব মোদির(Nirab Modi) প্রায় ৪,৪০০ কোটির টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার মধ্যেই দক্ষিণ মুম্বইয়ে(South Mumbai) নীরবের তিনটি প্রাসাদোপম ফ্ল্যাট। পাঁচ বছর ধরে পড়ে রয়েছে সেই ফ্ল্যাট। এই সম্পত্তি দেখভাল করতে গিয়েই নাজেহাল অবস্থা ইডির।

দক্ষিণ মুম্বাই এ সমুদ্র সংলগ্ন নিরবের তিনটি ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য ১১০ কোটি টাকা। এই সম্পত্তি নিলাম করার কথা একাধিকবার ভেবেছে প্রশাসন। তবে আইনের জটিলতায় তা সম্পন্ন হয়নি। এদিকে ফ্ল্যাটের দেখভাল করতে প্রচুর টাকা ব্যয় হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির। ইডি সূত্রে জানা যাচ্ছে, তিনটি ফ্ল্যাটকে গেস্ট হাউসে রূপান্তরিত করার কথাও ভাবা হয়েছিল। কিন্তু তাতে যা খরচ হবে, তা কোনও অভিজাত হোটেলে তৈরির খরচের বেশি হবে। তাই সে দিকেও কেউ যাননি। অন্য দিকে, ওই তিন ফ্ল্যাটের দামি আসবাবপত্র, পেন্টিংস ইত্যাদি রক্ষণাবেক্ষণে কোনও প্রশাসনিক দফতরই দায়িত্ব নিতে নারাজ। এ দিকে মাসিক রক্ষণাবেক্ষণের খরচ রয়েছে। আছে অন্যান্য ব্যয়ও। এ সব নিয়ে ‘চিন্তায়’ ইডি। ফ্লাইট গুলির ভবিষ্যৎ ঠিক করতে বারবার বৈঠক হয়েছে কিন্তু তাতে বেরোয়নি কোনও সমাধান সূত্র।

প্রসঙ্গত, ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে লোন প্রতারণা মামলায় অভিযুক্ত হন নীরব। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই দেশছাড়া ওই ব্যবসায়ী। ইডি তাঁকে পলাতক ঘোষণা করে। ২০১৯ সালে ইংল্যান্ডে গ্রেফতার হন নীরব। এখনও ভারতে তাঁর প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version