Wednesday, January 14, 2026

যু.দ্ধ-বিধ্বস্ত সুদান থেকে সড়কপথে ভারতীয়দের ফেরাতে তৎপর দিল্লি

Date:

Share post:

সেনা ও আধা সেনা লড়াইয়ে গত দু সপ্তাহ ধরে রণক্ষেত্র সুদান(Sudan)। যুদ্ধ-বিধ্বস্ত এই দেশে আটকে রয়েছেন তিন থেকে চার হাজার ভারতীয়(Indian)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নির্দেশের পর আটকে থাকা এই ভারতীয়দের উদ্ধার করতে তৎপর হয়ে উঠলো প্রশাসন। তবে বিমান বাহিনী নয়, ভারতীয়দের(India) উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে সড়ক পথে।

হিংসা ছড়ানোর পর থেকেই সমস্ত রকম উড়ান নিষিদ্ধ করা হয়েছে সুদানের আকাশে। যার ফলে উদ্ধার কাজের জন্য একমাত্র ভরসা সড়ক পথ। সূত্রের খবর, যে সব জায়গায় সংঘর্ষ চলছে, তার আশপাশের বা তুলনামূলক শান্ত এলাকা থেকে নাগরিকদের সড়কপথে উদ্ধার করার পরিকল্পনা করছে ভারতীয় দূতাবাস। তবে হিংসা বিধ্বস্ত অঞ্চলে সংঘর্ষ কিছুটা কমলে উদ্ধারের কাজ শুরু করা হবে বলে মনে করা হচ্ছে। সেনা এবং আধাসেনার সংঘর্ষের কেন্দ্রে রয়েছে মূলত এই খারতুম। সেখানেও আটকে রয়েছেন বহু ভারতীয়। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, সুদানের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সেখানকার পরিস্থিতি কী, সেই সংক্রান্ত রিপোর্ট পাওয়া গিয়েছে। নজরে রয়েছে সুদানে আটক তিন হাজার ভারতীয়ের নিরাপত্তা।

এদিকে, শনিবার সুদানে আটক ১৫০ জনকে উদ্ধার করে জেদ্দায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জন ভারতীয়ও রয়েছেন। সৌদি আরবের বিদেশ মন্ত্রক জানিয়েছে, উদ্ধার হওয়া ১৫০ জনের মধ্যে ৯১ জন তাদের নাগরিক। বাকি ৬৬ জন ১২টি দেশের নাগরিক। এর মধ্যে আমেরিকার সেনা রাজধানী খারতুম থেকে তাদের দেশের নাগরিকদের উদ্ধারের কাজ শুরু করেছে। ফ্রান্সও উদ্ধারকাজ শুরু করেছে। সুদানে সংঘর্ষে এখন পর্যন্ত মারা গিয়েছেন অন্তত ৪০০ জন। আহত বহু।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...