Saturday, November 8, 2025

নির্বাচনের আগে আচমকাই অসুস্থ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী! চিন্তায় JDS নেতা-কর্মীরা

Date:

কর্নাটকে বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election) হতে আর হাতে গোনা সপ্তাহ দুয়েক বাকি। ইতিমধ্যে সমস্ত আসনে প্রার্থী ঘোষণাও করেছে দল। জোরকদমে চলছে প্রচার। আর এমন পরিস্থিতিতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচডি কুমারস্বামী (HD Kumaraswamy)। জানা গিয়েছে, জ্বরের পাশাপাশি প্রবল শারীরিক ক্লান্তি ও দুর্বলতা নিয়ে তিনি শনিবার হাসপাতালে ভর্তি হন। জেডিএস সুপ্রিমো (JDS Supremo) বর্তমানে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে (Bengaluru Manipal Hospital) চিকিৎসাধীন। তবে হাসপাতাল সুত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আর আচমকাই নির্বাচনের আগে জেডিএস সুপ্রিমোর অসুস্থতায় চিন্তিত হয়ে পড়েন তাঁর দলের নেতা-কর্মীরা।

পরিবার সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই শরীর খারাপ ছিল কুমারস্বামীর। শনিবার দুপুর থেকে প্রবল জ্বর আসে। তারপরই শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, অস্বাভাবিক ক্লান্তি এবং সামগ্রিক দুর্বলতা থাকলেও বর্তমানে জ্বর নেই তাঁর। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা হয়েছে। আপাতত তাঁকে ওষুধের মাধ্যমে স্থিতিশীল রাখা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। ১৩ মে ফলপ্রকাশ হবে। দক্ষিণ ভারতের রাজ্যের নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে কংগ্রেস (Congress), বিজেপি (BJP) ও জেডিএস (JDA)-এর মধ্যে। ২০১৮ সালে নির্বাচনের ফল প্রকাশের পর কর্নাটকের ক্ষমতা দখল নিয়ে টান টান নাটকের সাক্ষী ছিল গোটা দেশ। শেষমেশ কংগ্রেসের সমর্থনে সরকার গড়ে জেডিএস। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন কুমারস্বামী। কিন্তু সেই সরকার মেয়াদ পূর্ণ করতে পারেনি। জেডিএস-কংগ্রেসের সরকার ফেলে বিজেপি সরকার গঠন করে কর্নাটকে। ২২৪ আসনের কয়েকটি বাদে বাকি আসনে প্রার্থী দিয়েছে জেডিএস। কুমারস্বামী নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছান্নাপাটান্না বিধানসভা কেন্দ্র থেকে।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version