Saturday, August 23, 2025

কাঠফাটা রোদ আর তীব্র তাপপ্রবাহ। গলদঘর্ম হয়ে নাজেহাল মানুষ। গোদের ওপর বিষফোঁড়ার মতো পানীয় জলের জন্য হাহাকার।এমন পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার ঘোলা  এলাকায় জলের দাবিতে রবিবার উত্তাল হয়ে উঠল এলাকা। বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে এলাকায় তীব্র যানজট তৈরি হয়। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা বাধে এলাকাবাসীর। শেষমেশ লাঠিচার্জ করে অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ।তাতে আরও হিতে বিপরীত হয়।শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় RAF।

রবিবার পানিহাটির ২৭ নম্বর ওয়ার্ডে বাসিন্দারা সকাল থেকেই জলের দাবিতে পথ অবরোধ করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে পানিহাটি পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে বলে কোনও সুরাহা হয়নি। পানীয় জল না পাওয়ার সমস্যা নতুন নয়, কিন্তু এই গরমে তা আরও বেড়েছে, পাল্লা দিয়ে  বেড়েছে সমস্যাও।সাধারণ মানুষের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে আছে পানিহাটির ২৭ নম্বর ওয়ার্ডের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। বিক্ষোভ হটাতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় অবরোধকারীদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বিধায়ককে বারবার বলা হলেও তিনি পানীয় জলের সুবন্দোবস্ত করতে পারেননি। এমনকী স্থানীয় কাউন্সিলরও এব্যাপারে কোনও ভূমিকা পালন করছেন না বলে অভিযোগ বাসিন্দাদের।স্থানীয় কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তাঁদের হুঁশিয়ারি, জলের সমস্যা দ্রুত না মিটলে ভোট বয়কট করবেন। শুধু তাই নয়, এলাকায় তৃণমূলের কাউকে ঢুকতে দেবেন না বলেও জানান তাঁরা।

স্থানীয় কাউন্সিলর বলছেন, সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরসভাকেও বিষয়টা জানানে হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিনি স্বীকার করে নেন, পরিস্থিতি স্বাভাবিক হতে দু-একদিন সময় লাগবে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version